×

অর্থনীতি

ব্যাংকে বিত্তশালীদের হিসাব ১ লাখ ২৮ হাজার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

ব্যাংকে বিত্তশালীদের হিসাব ১ লাখ ২৮ হাজার

ছবি: সংগৃহীত

দেশের ব্যাংকগুলোতে কোটি টাকার বেশি জমাযুক্ত হিসাবের সংখ্যা দ্রুতই বাড়ছে। আর্থিক সংকট, মূল্যস্ফীতির চাপ এবং দ্রব্যমূল্যের লাগাতার ঊর্ধ্বগতির মাঝেও বড় অঙ্কের আমানত বৃদ্ধি পাওয়ায় বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন ব্যাংকগুলোতে কোটি টাকা বা তার বেশি ব্যালেন্স থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব সংখ্যা এক লাখ ২৮ হাজার ছাড়িয়েছে।

খাত সংশ্লিষ্টদের বিশ্লেষণ বলছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়েছে। সংসারের ব্যয় মেটাতে বহু মানুষ বাধ্য হয়ে আগের সঞ্চয় ভাঙছেন, ফলে ছোট অঙ্কের আমানত কমছে। বিপরীতে সমাজের এক শ্রেণির আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে বড় অঙ্কের নতুন জমা হচ্ছে ধনী ব্যক্তি ও বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবেই। তাদের মতে, অর্থনৈতিক চাপ বাড়লেও সম্পদশালী শ্রেণির আয়-সম্পদ বৃদ্ধির ধারা খুব একটা ব্যাহত হয়নি; ব্যাংকে বড় সঞ্চয় হিসাব বাড়ছে, সেটিই তার স্পষ্ট প্রমাণ।

বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের সেপ্টেম্বরভিত্তিক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব নয়। কারণ ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে, তার কোনো নির্দিষ্ট সীমা নেই। ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টি। চলতি বছরের জুন শেষে হিসাব সংখ্যা ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। সেই হিসাবে তিন মাসে ব্যাংক খাতের মোট হিসাব সংখ্যা বেড়েছে ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন প্রান্তিকে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবধারীর সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি। আর সেপ্টেম্বর প্রান্তিকে এই সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০টি। সেই হিসাবে তিন মাসের ব্যবধানে কোটি টাকার বেশি জমা থাকা হিসাব সংখ্যা বেড়েছে ৭৩৪টি।

এদিকে কোটি টাকার হিসাবধারীর সংখ্যা বাড়লেও কমেছে জমা টাকার পরিমাণ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে, চলতি বছরের জুন শেষে কোটি টাকার হিসাবে জমা টাকার পরিমাণ ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা। আর সেপ্টেম্বর শেষে এসব হিসাবে জমা করা টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসের ব্যবধানে এসব হিসাবে জমা কমেছে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিল ৫ জন, ১৯৭৫ সালে তা ৪৭ জনে উন্নীত হয়। ১৯৮০ সালে কোটিপতিদের হিসাবধারীর সংখ্যা ছিল ৯৮টি। এরপর ১৯৯০ সালে ৯৪৩টি, ১৯৯৬ সালে ২ হাজার ৫৯৪ জন, ২০০১ সালে ৫ হাজার ১৬২টি, ২০০৬ সালে ৮ হাজার ৮৮৭টি এবং ২০০৮ সালে ছিল ১৯ হাজার ১৬৩টি।

২০২০ সালের ডিসেম্বর শেষে এ আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ৯৩ হাজার ৮৯০টি। ২০২১ সালের ডিসেম্বর বেড়ে তা দাঁড়ায় ১ লাখ ১৯৭৬ টিতে। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সেই হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ৯৪৬ টি। ২০২৩ সালের ডিসেম্বরে দাঁড়ায় ১ লাখ ১৬ হাজার ৯০৮টিতে এবং সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ১ লাখ ২২ হাজার ৮১টি এবং সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে হিসাব সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের প্রথম কার্বন নিউট্রাল সাসটেইনেবিলিটি কনফারেন্স আয়োজন

দেশের প্রথম কার্বন নিউট্রাল সাসটেইনেবিলিটি কনফারেন্স আয়োজন

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে : টুকু

ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫ উদ্বোধন মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে : টুকু

ব্যাংকে বিত্তশালীদের হিসাব ১ লাখ ২৮ হাজার

ব্যাংকে বিত্তশালীদের হিসাব ১ লাখ ২৮ হাজার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App