জবির সহকারী রেজিস্ট্রার আর নেই

জবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭ পিএম

ছবি: সংগৃহীত
স্ট্রোক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী রেজিস্ট্রার দেবাশীষ সাহা মৃত্যুবরণ করেছেন। রবিবার (৭ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শোক জানিয়েছে।
জানা যায়, ছাত্রকল্যাণে নিয়োজিত এ কর্মকর্তা স্ট্রোক করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধানীন অবস্থায় তিনি বিকেল সাড়ে ৪ টার দিকে মৃত্যুবরণ করেন।
এদিকে তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ূন কবীর চৌধুরী গভীর শোক প্রকাশ করেন। তার আত্মার শান্তি কামনা করেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, দেবাশীষ সাহা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ছাত্ররাজনীতিতে তিনি ছাত্রলীগের নেতা ছিলেন। শিক্ষাজীবন শেষে এ বিশ্ববিদ্যালয়ে চাকরী জীবন শুরু করেন তিনি।