×

বিনোদন

অসুস্থ মাকে দেখার অনুমতি পেলেন না নওয়াজউদ্দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১১:৫০ এএম

অসুস্থ মাকে দেখার অনুমতি পেলেন না নওয়াজউদ্দিন

ছবি: সংগৃহীত

অসুস্থ মাকে দেখার অনুমতি পেলেন না নওয়াজউদ্দিন
   

বলিউডের অন্যতম অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি অভিনেতা তার অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে তারই মুম্বাইয়ের বাংলোতে যান। কিন্তু তাকে সেখানে ঢুকতেই দেওয়া হয় না। দেখাও করতে দেওয়া না মায়ের সঙ্গে।

বৃহস্পতিবার (২ মার্চ) গভীর রাতে ঘটনাটি ঘটে। আর এই গোটা ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, নওয়াজ তার বাড়িতে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু তার ভাই ফইজুদ্দিন তাকে বাধা দেন। মাকে এদিন দেখতেই এসেছিলেন অভিনেতা। কিন্তু সেই দেখা হয়ে ওঠেনি।

গত কয়েকদিনে অভিনেতার মায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি এমনিতেই অসুস্থ ছিলেন, সেটা আরও খারাপ হয়েছে গত কয়েকদিনে। তিনি একটি কালো শার্ট, প্যান্ট এবং মাস্ক পরে এদিন মায়ের সঙ্গে দেখা করতে আসেন, কিন্তু সেটা সম্ভব হয় না।

বর্তমানে অভিনেতার সঙ্গে তার স্ত্রী আলিয়া সিদ্দিকির একটি আইনি লড়াই চলছে। তিনি পুলিশের কাছে গিয়ে দাবি করেছেন যে অভিনেতা এবং তার মা নাকি তার এবং তাদের সন্তানদের উপর অত্যাচার করতেন।

গত মাসের শেষদিকে অভিনেতাকে বাধ্য করা হয় যাতে তিনি তার বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও গিয়ে থাকেন। এরপর থেকে তিনি একটি হোটেলেই থাকছেন। জানা গেছে, আলিয়ার সঙ্গে এই সমস্যা মেটার পরই নাকি তিনি বাড়ি ফিরতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App