জন্মদিনে একা ঘরে জয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৩:৫০ পিএম

গুড্ডি ছবিতে জয়া বচ্চন

অভিনেত্রী জয়া বচ্চন

অভিনেত্রী জয়া বচ্চন

অভিনেত্রী জয়া বচ্চন

গুড্ডি ছবিতে জয়া বচ্চন
শুধুমাত্র পরিবার নয়, ভক্তদের কাছেও তার জন্মদিন বলে কথা। যেখানে ঘটা করে জন্মদিন পালনের কথা ছিল, সেখানে নিজের জন্মদিনে একা ঘরেই কাটালেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন। বৃহস্পতিবার ছিল তার ৭২ তম জন্মদিন।
[caption id="attachment_214395" align="alignnone" width="700"]
অভিনেত্রী জয়া বচ্চন[/caption]
পরিবারের সঙ্গে কাটানোর বদলে এই ' স্পেশ্যাল ' দিনটি একাই কাটালেন জয়া বচ্চন। তাও আবার দিল্লিতে। কারণ লকডাউন ঘোষণা হয়ে যেতে আর মুম্বই ফিরতে পারেননি তিনি।
[caption id="attachment_214398" align="alignnone" width="620"]
অভিনেত্রী জয়া বচ্চন[/caption]
জন্মদিনে তাকে মিস করেছেন অমিতাভসহ জয়ার গোটা পরিবার। সোশ্যাল মিডিয়ায় তাদের মেক নিয়ে পোস্ট করেছেন অভিষেক বচ্চন,স্বেতা নন্দা-রা। ভক্তরাও জন্মদিনে ' গুড্ডি '-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আর এই অভিবাদন,শুভেচ্ছার জবাব দিয়েছেন অমিতাভ বচ্চন স্বয়ং।
[caption id="attachment_214400" align="alignnone" width="700"]
অভিনেত্রী জয়া বচ্চন[/caption]
ট্যুইট করে ' সিনিয়র বচ্চন ' জানিয়েছেন সকলকে ব্যক্তিগতভাবে উত্তর দেওয়া সম্ভব নয় বলেই তিনি জয়ার হয়ে সব্বাইকে ধন্যবাদ জানাচ্ছেন। দিল্লিতে থাকায় তিনি যে তার স্ত্রীকে বড্ড মিস করছেন সেটাও সেই ট্যুইটে বুঝিয়ে দিয়েছেন অমিতাভ।


