চলে গেলেন 'হঠাৎ বৃষ্টি'র নির্মাতা বাসুদা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২০, ০২:৪৫ পিএম

কিংবদন্তী পরিচালক বাসু চট্টোপাধ্যায়
প্রয়াত কিংবদন্তী পরিচালক এবং চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায় আর নেই। বৃহস্পতিবার ( ৪ জুন) মুম্বাইয়ে মৃত্যু হয় তাঁর। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বাংলাদেশের ফেরদৌস অভিনীত 'হঠাৎ বৃষ্টি' সিনেমার পরিচালকও ছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
তাঁর মৃত্যুতে শিল্প মহলেও নেমে এসেছে শোকের ছায়া। পরিচালক মধুর ভণ্ডারকর এ দিন টুইটারে লেখেন, প্রবাদপ্রতিম পরিচালকের মৃত্যুতে গভীত ভাবে শোকাহত। তাঁর সূক্ষ্ম রসবোধ এবং সহজ করে ছবির গল্প বলার ক্ষমতা সারা জীবন মনে থেকে যাবে।
পরিচালক অশ্বিনী চৌধুরী লেখেন, রেস্ট ইন পিস বাসুদা। পরিবারের প্রতি সমবেদনা। ১৯৩০ সালে রাজস্থানের অজমের শহরে জন্ম হয় তাঁর।
তাঁর পরিচালিত বিখ্যাত সিনেমাগুলি হল 'সারা আকাশ', 'পিয়া কে ঘর', 'খাট্টা মিঠা', 'চক্রব্যুহ', 'বাতো বাতো মে', 'জিনা ইহা','আপনে পেয়ারে'। দূরদর্শনে প্রচারিত জনপ্রিয় টিভি সিরিজ 'ব্যোমকেশ বক্সী' এবং 'রজনি' -ও তাঁরই পরিচালনা।