×

বিনোদন

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে মাহি-নিলয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৩ পিএম

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে মাহি-নিলয়

ছবি: সংগৃহীত

   

বর্তমান সময়ের ব্যস্ত টেলিভিশন অভিনেত্রী সামিরা খান মাহি। অভিনয় ক্যারিয়ার দীর্ঘ না হলেও অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের। এ সময়ের প্রথম সারির অধিকাংশ টিভি অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। আপাতত তার ধ্যান-জ্ঞান কেবলই অভিনয়।

সামিরা খান মাহি অভিনীত ‘বিয়ে করব সিলেট’ নাটকটি এখন বাংলাদেশ অংশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। এটি পরিচালনা করেছেন মহিন খান। গত ৭ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। এ পর্যন্ত নাটকটির ভিউ হয়েছে ৬২ লাখের বেশি।

নিজের অভিনীত নাটকের এই সাফল্যে আনন্দিত মাহি। অভিব্যক্তি প্রকাশ করে এ অভিনেত্রী বলেন, ‘যে কোনো স্বীকৃতি আনন্দের। অনেকটা সময় পর আমার কোনো নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে এলো; যা আমাকে অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দিয়েছে। শুধু এ নাটকই নয়, চলতি মাসে আরো কয়েকটি নাটক প্রচার হয়েছে। এ কাজগুলো থেকেই দর্শকদের সাড়া পেয়েছি।’

নাটকটিতে সিলেটের মেয়ে নীলা চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার জন্ম সিলেটে। এ কারণে সিলেটি ভাষার নাটকে সবসময় দর্শক আমাকে দেখতে চান। নাটকটির যখন শুটিং চলছিল, তখন মনে হয়েছিল ভালো কিছু একটা হতে যাচ্ছে, হয়েছেও তাই।’

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বেলাল আহমেদ মুরাদ, আমিন আজাদ, সিদ্দিক মাস্টার, জুয়েল, মাসুদ প্রমুখ।

প্রসঙ্গত, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মাহির আরো বেশ কটি নাটকটি প্রচার হয়েছে। এর মধ্যে মুহম্মদ মিফতা আনানের ‘প্রেমের পাগলামী’, আরমান রহমান প্রত্যয়ের ‘সুতোয় বুনেছি ফুল’, হাসান রেজাউলের ‘রিকভারি ম্যান’, সাইদুল ইমনের ‘লাভ স্টেশন’। এসব নাটকে মাহির বিপরীতে রয়েছেন– মুশফিক আর ফারহান, শ্বাশত দত্ত, জোভান ও নিলয় আলমগীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App