×

বিনোদন

শিল্পী সমিতি ছাড়তে চান ওমর সানী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৩:৪৭ পিএম

শিল্পী সমিতি ছাড়তে চান ওমর সানী

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ছাড়তে চান চিত্রনায়ক ওমর সানী।

শনিবার (২৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এই অভিনেতা নিজেই বিষয়টি জানিয়েছেন। 

এদিন ফেসবুকের এক পোস্টে সানী লেখেন, ‘আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না, আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।’

তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি ওমর সানী। 

ধারনা করা হচ্ছে, সম্প্রতি শিল্পী সমিতি নিয়ে নানা বিতর্কের কারণেই সরে যেতে চাইছেন এই নায়ক। 

কয়েকদিন ধরেই বেশ আলোচনায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নানা যুক্তিতর্ক!

কখনো নিপুণ তারকাদের উদ্দেশ্য করে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করছেন। আবার কখনো নিপুণকে উদ্দেশ্য করে এফডিসিতে অভিনয়শিল্পীরা মানববন্ধন করছেন। সবকিছু মিলিয়েই এক ধরণের হজবরল অবস্থার সৃষ্টি হয়েছে শিল্পীদের মাঝে। 

যে কারণেই শিল্পী সমিতি থেকে ওমর সানী সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারনা করা হচ্ছে। খুব শিগগিরই সভাপতি বরাবর একটি চিঠিও পাঠাবেন তিনি।

ওমর সানীকে সর্বশেষ দেখা গেছে ‘ডেডবডি’ নামের একটি সিনেমায়। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। এতে ওমর সানী ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল রোশান, অন্বেষা, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App