×

বিনোদন

নিজ বাড়িতে ফেরদৌসের থাকা নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০২:৩৯ পিএম

নিজ বাড়িতে ফেরদৌসের থাকা নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

ফেরদৌস আহমেদ ও ঋতুপর্ণা সেনগুপ্ত

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আত্মগোপনে চলে যান তার দলের নেতা কর্মীরা। এই দলে আছেন হাসিনা সরকারের সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদ। সরকার পতনের পর থেকে খোঁজ নেই তার। অনেকের প্রশ্ন ফেরদৌস এখন কোথায়?

এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতা চলে গেছেন ফেরদৌস। সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন দীর্ঘদিনের বন্ধু টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে। এ বিষয়ে এতোদিন কিছু না বললেও এবার মুখ খুললেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকে জানালেন বিষয়টি ভিত্তিহীন।

আরো পড়ুন: তাসরিফ খানকে হুমকি, মুখ খুললেন সোলায়মান সুখন

ঋতুপর্ণা বলেন, আমার কানেও খবরটা এসেছে। আমাদের দুজনের এমন একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে, যে ছবিটা কিছুদিন আগে একটা শোতে তোলা। ফেরদৌস তো আমার সবচেয়ে ভালো বন্ধু, এটা তো সবাই জানেন। শেষবারও যখন ঢাকায় গেলাম, ওর বাসায় গিয়েছি। সে–ও কলকাতায় এলে আমার বাসায় আসে। আমাদের নিয়মিত যাতায়াত আছে। সত্যি কথা বলতে এই ঘটনার পর যোগাযোগ করতে পারিনি।

ফেরদৌসের অবস্থান সম্পর্কে জানেন না উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, আমি জানিও না ফেরদৌস এখন কী অবস্থায় আছে। দেশ থেকে বেরিয়েছে কি না, তা–ও জানি না। শুধু এটুকুই চাইছি, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে। কারণ, মানুষ হিসেবে ফেরদৌস খুব ভালো। ওর দেশে রাজনৈতিক দলের সঙ্গে কী হয়েছে, কিন্তু সে তো একজন ভালো মানুষ, চলচ্চিত্রের একজন বড় তারকা, একজন শিল্পী, অসাধারণ একটা সুন্দর মন আছে ওর। সত্যি বলতে, নির্বাচনের সময়ও ফেরদৌস আমাকে বলেছিল, আমি ভালো কাজ করতে চাই। মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই। সে জন্যই নির্বাচন করতে এসেছিল। যাহোক, ওর দেশে এখন অন্য রকম একটা পরিস্থিতি হয়েছে—আমি ভাবতে চাই, ফেরদৌস যেখানেই থাকুক নিরাপদে এবং ভালোভাবে আছে।

আরো পড়ুন: সৌরভের মন্তব্যে গর্জে উঠলেন স্বস্তিকা

এরপর ঋতুপর্ণা বলেন, হঠাৎ শুনি, ফেরদৌস আমার ভারতের বাড়িতে আশ্রয় নিয়েছে, এটা কেমন প্রোপাগান্ডা! এসব প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে, তারা অবশ্য ছড়াবেই, তাদের মুখ তো বন্ধ করা যাবে না। আমি বলতে চাই, বাংলাদেশের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক। ফেরদৌস আমার একজন ভালো বন্ধু, কিন্তু এ কথাটা তো একদমই এমন নয় যে সে দেশ ছেড়ে বেরিয়ে আমার বাড়িতে গেছে! আমার মনেও হয় না, সে দেশ থেকে বেরিয়েছে, বের হলে আমরা তো জানতে পারতাম। বিষয়টা তো এমন নয় ফেরদৌস অপরিচিত মুখ। তার মতো মানুষ, দেশ থেকে বের হলে এমনিতে সবাই জানতে পারবে যে দেশ থেকে বেরোচ্ছে। আমার পরিষ্কার কথা, সে যেখানেই থাকুক, ভালো থাকুক, বাংলাদেশেরও সবাই ভালো থাকুক।

প্রসঙ্গত, টালিউডে অভিনয়ের সূত্র ধরে পশ্চিমবঙ্গের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন ফেরদৌস। সেখানে বেশ জনপ্রিয়তা আছে তার। ওই জায়গা থেকে টালিগঞ্জে বন্ধুর সংখ্যা কম না এ নায়কের। তবে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে বন্ধুত্বটা বেশিই গভীর। সেকারণেই অনেকের ধারণা এ অভিনেত্রীর বাড়িতে আশ্রয় নিয়েছেন ফেরদৌস। সেই গুঞ্জন ডানা মেলতেই বিষয়টি খোলাসা করলেন ঋতুপর্ণা।

আরো পড়ুন: আহতদের পাশে ব্যবসায়ীদের এগিয়ে আসতে ফারুকীর আহ্বান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে: ডিএমপি কমিশনার

আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে: ডিএমপি কমিশনার

পটেটো চিপস খেয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো!

পটেটো চিপস খেয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো!

মেঘনায় উদ্ধার মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জনের, জানালেন স্বজনরা

মেঘনায় উদ্ধার মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জনের, জানালেন স্বজনরা

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিলো বিএনপি, এনসিপিসহ ২৩ দল

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিলো বিএনপি, এনসিপিসহ ২৩ দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App