বিয়ের আগে মিলন, মুখ খুললেন বলিউড অভিনেত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৯:৩৪ এএম

দিয়া মির্জা
প্রেম আর কামুক মনোবৃত্তি এক সুতোয় বাঁধা। ভালোবাসা থাকলে শারীরিক সম্পর্ক থাকা অনেকটাই স্বাভাবিক। তবে মাঝেমধ্যেই তাতে চলে আসে প্রশ্ন চিহ্ন। আর সেটা হলো বিয়ের আগে ভালোবাসা থেকে যৌন মিলন নাকি বৈবাহিক সম্পর্কে যাওয়ার পর মিলন। বহু মানুষ আছেন যারা বিয়ের আগে মিলন মানতেই পারেন না। তাদের উদ্দেশে এবার মুখ খুললেন বলিউড নায়িকা দিয়া মির্জা। খবর: হিন্দুস্তান টাইমসের।
দিয়া মির্জা জানান, দুটো মানুষের মনের মিলন থেকে যদি শারীরিক মিলন হয়, তবে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেখানে তৃতীয় ব্যক্তির কোনো ভূমিকাই থাকতে পারে না। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দিয়া বলেছেন, ‘যখন কোনো বিষয় ব্যক্তিগত মতামতই প্রাধান্য পায়, তখন সেই সিদ্ধান্তেই স্থির থাকা উচিত। কারোর ভয় বা কারোর ভাবনার দায় নিজেদের নেয়া মোটেই উচিত নয়। সম্পূর্ণ ব্যক্তিগতভাবেই ব্যক্তিগত সিদ্ধান্ত নেয়া উচিত।’
উল্লেখ্য, এশিয়া প্যাসিফিক ২০০০ খেতাব অর্জন করেন দিয়া মির্জা। মির্জা মূলত বলিউডে কাজ করেছেন এবং তিনি গণমাধ্যমে তার সামাজিক কর্মকাণ্ডের জন্য পরিচিত। তিনি তার স্বামী সাহিল সাংঘার সঙ্গে বর্ন ফ্রি এন্টারটেইনমেন্ট নামক প্রযোজক সংস্থার স্বত্বাধিকারী। তাদের প্রথম চলচ্চিত্র লাভ ব্রেকআপস জিন্দেগী ২০১১ সালের ৭ অক্টোবর মুক্তি পায়।
রাহনা হ্যায় তেরে দিল মেতে তিনি মাধবনের সঙ্গে কাজ করেছিলেন। বক্স অফিসে ছবিটি সফল না হলেও চলচ্চিত্রটির সংগীত সফল হয়েছিল। এর পরে তিনি দিবানাপান ও তুমকো না ভুল পায়েঙ্গে এতে অভিনয় করেন। ২০০৫ সালে দিয়া মির্জা বিধু বিনোদ চোপড়ার ছবি পরিণীতাতে অভিনয় করেছিলেন।
২০০৭ সালে তিনি আবার বিধু বিনোদ চোপড়া পরিচালিত সঞ্জয় দত্ত অভিনীত লগে রাহো মুন্না ভাই তে অভিনয় করেন। তিনি সোনু নিগমের মিউজিক ভিডিও "কাজরা মুহাব্বত ওয়ালা" তেও অভিনয় করেছিলেন। এটির পরে তিনি দশ কাহানি, ফাইট ক্লাব, আলাগ, হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড এবং নগদ এর মতো ছবিগুলি করেছিলেন।
দিয়া মির্জা তার প্রেমিক সাহিল সংঘকে ২০১৪ সালের অক্টোবরে হিন্দু আর্য সমাজ পদ্ধতিতে বিয়ে করেছিলেন। ২০১৯ সালে তাদের ডিভোর্স হয়। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে ব্যবসায়ী স্বামী বৈভব রেখি-কে বিয়ে করেন দিয়া মির্জা। বিয়ের কিছু দিনের মধ্যেই বেবি বাম্পের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।