×

বিনোদন

‘বড় বাজেটের বিচ্ছেদ’ হয়েছিল হৃত্বিক-সুজানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ এএম

‘বড় বাজেটের বিচ্ছেদ’ হয়েছিল হৃত্বিক-সুজানের

হৃত্বিক-সুজ়ান

   

প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যা’ মুক্তি পাওয়ার পরপরই হৃত্বিকের সঙ্গে বিয়ে হয় তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সুজ়ান খানের। ২০০০ সালে বিয়ে করেন হৃত্বিক-সুজ়ান। প্রথম ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়ার পরই বিয়ে করেছিলেন বলে হাজার হাজার তরুণীর মন ভেঙেছিলেন হৃত্বিক। কিন্তু সুজ়ানের সঙ্গে বিচ্ছেদ ঘটে হৃত্বিকের। টানা ১৩ বছর সংসার করার পর ২০১৩ সালে পথ আলাদা হয়ে যায় এই তারকা দম্পতির। সেই সময় খবরের শিরোনাম দখল করে নিয়েছিল তাঁদের ডিভোর্সের খবর। কিন্তু কেন পথ আলাদা হয়ে গিয়েছিল সুজ়ান-হৃত্বিকের। আসল কারণটা আজও অজানাই।

 ‘বড় বাজেটের বিচ্ছেদ’ হয়েছিল তাদের।  জানা যায়, ভরণপোষণ বাবদ হৃতিকের কাছ থেকে প্রায় ৪০০ কোটি চেয়ে বসেছিলেন সুজান খান। তবে এতো টাকা দিতে চাননি বলিউডের গ্রিক গড। অনুরোধের শেষমেশ ২০ কোটি ছাড় দিয়েছিলেন সুজান। গুণে গুণে ৩৮০ কোটি টাকা দিতে হয়েছিল হৃতিককে। তবে এই কারণে তাদের বন্ধুত্বে কিন্তু কোনো ছেদ পড়েনি। প্রেম না থাকলেও, বিয়ে ভাঙলেও আজও তারা বন্ধু। 

তবে বিয়ে ভাঙার ৩ বছর পর, অর্থাৎ ২০১৬ সালে, সুজ়ান জানিয়েছিলেন বিচ্ছেদের আসল কারণ। সুজ়ান বলেছিলেন, জীবনে এমন একটা জায়গায় আমি আর হৃত্বিক পৌঁছে গিয়েছিলাম, যেখানে আমার মনে হয়েছিল, এই সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না কোনো মতেই। তাই আমিই প্রথম প্রস্তাব দিয়েছিলাম ডিভোর্সের। মিথ্যা সম্পর্কে থাকার চেয়ে সেই সম্পর্ক থেকে সম্মানের সঙ্গে বেরিয়ে আসা অনেক গৌরবের। 

নিজে মুখে না বললেও, সে সময় শোনা গিয়েছিল, হৃত্বিকের কারণেই নাকি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন সুজ়ান। বিবাহিত হওয়া সত্ত্বেও নাকি সুজ়ানের সঙ্গে অসততা করেছিলেন হৃত্বিক। তিনি নাকি অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এবং বিষয়টা জেনেই সুজ়ান স্বামীকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সংবাদ মাধ্যমকে এক্কেবারে উল্টো কথা বলেছিলেন হৃত্বিক। তার সঙ্গে অন্য নারীর সম্পর্কের রটনাকে ফুৎকারে উড়িয়েছিলেন এবং বলেছিলেন, যারা এ সমস্ত কথা রটাচ্ছেন, তাদের মুখের উপর আমি হাসতে চাই। কোনো বিয়ে ভেঙে যাওয়া মানে পরকীয়া নয়। আরো অনেক কারণেই বিয়ে ভেঙে যেতে পারে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App