মানসিক চিকিৎসা নিচ্ছেন আমির ও ইরা খান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

আমির খান ও ইরা খান। ছবি: সংগৃহীত
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। শুধু অভিনেতা বললে ভুল হবে, তিনি একজন প্রযোজক তথা পরিচালকও। তবে পেশাগত দিকের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরের শিরোনামে দেখা গেছে এই নায়ককে। জানা গেছে, এক মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন আমির ও তার মেয়ে ইরা খান। ফলে দুজনকেই দৌড়াতে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে। সম্প্রতি এ বিষয়ে মুখ খোলেন আমির খান।
সম্প্রতি আমির খান জানিয়েছেন, তিনি তার মেয়ে ইরা খানকে নিয়ে একটি বিশেষ ধরনের থেরাপি নিচ্ছেন। এই থেরাপির মাধ্যমে নাকি বাবা মেয়ের সম্পর্ক আগের থেকে অনেক বেশি শক্তিশালী হবে বলে আশাবাদী অভিনেতা। মানসিক প্রশান্তি এবং দুজনের সম্পর্কের উন্নতির জন্যই মূলত এই থেরাপি নেয়া।
এক বছর ধরে বাবা-মেয়ে একসঙ্গে এই থেরাপি নিচ্ছেন। এবার ঠিক কতটা মজবুত হলো তাদের সম্পর্ক, সে বিষয়েও কথা বলেন আমির।
সম্প্রতি নেটফিক্সের একটি পডকাস্টে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে আমির খান বলেন, ‘আমি আর আমার মেয়ে জয়েন্ট থেরাপি নিচ্ছি। আমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যার সমাধান করার জন্যই এই কাজ করছি আমি। আমি একটু অস্বস্তিতে ছিলাম ঠিকই, কিন্তু এখন বুঝতে পারছি এটা কতটা গুরুত্বপূর্ণ।’
আমির আরো বলেন, ‘আমরা দুজনই বেশ কয়েক বছর ধরে থেরাপিস্টের কাছে যাচ্ছি। এটি সত্যি কার্যকর প্রমাণিত হয়েছে আমাদের জীবনে। আমার মনে হয়, সবারই থেরাপিস্টের কাছে যাওয়া উচিত, যদি জীবনে কোনো মানসিক চাপ বা সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে। জীবন এবং সম্পর্কের মান দুটোই উন্নত হয়।’
এই থেরাপি নিয়ে আমির খানের মেয়ে ইরা বলেন, ‘আমাদের সম্পর্কে যে সমস্যা ছিল, তা অনেকটাই কেটে গেছে এই থেরাপি নেয়ার পর। এটি শুধু আমাদের সম্পর্কের উন্নতি ঘটাচ্ছে না, একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বোঝাপড়া বাড়ছে ধীরে ধীরে।’
প্রসঙ্গত, ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ২০০২ সালে সেই সম্পর্কের ইতি টানেন তারা। ইরা রিনা এবং আমিরের মেয়ে। ২০০৫ সালে ফের কিরণ রাওকে বিয়ে করেন আমির। কিরণ এবং আমিরের সন্তানের নাম জুনায়েদ। তবে দুর্ভাগ্যবশত ২০২১ সালে এই সম্পর্কেও ইতি টানেন আমির।