×

বিনোদন

শুধু গানই নয়, নেচেও মঞ্চ মাতালেন অরিজিৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পিএম

শুধু গানই নয়, নেচেও মঞ্চ মাতালেন অরিজিৎ

অরিজিৎ সিং

   

উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। হিন্দি কিংবা বাংলা, উভয় সিনেমার গানেই তিনি অবিস্মরণীয় সাফল্য লাভ করেছেন। পশ্চিমবঙ্গের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে জয় করেছেন বলিউড, অতঃপর উপমহাদেশ।

এ সংগীতশিল্পী যে দারুণ গায়ক, তা আর নতুন করে বলার কিছু নেই। তবে গানের পাশাপাশি তিনি যে দারুণ নাচতেও পারেন তা ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নিটিজেনদের জানা ছিল না। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অরিজিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, মঞ্চে জওয়ান ছবির ‘ছলিয়া’ গানটি গাইছেন তিনি। তবে হঠাৎ গানের মাঝে শাহরুখের কায়দায় নাচতে শুরু করবেন অরিজিৎ, যা কেউ কখনও কল্পনাও করতে পারেননি।

মঞ্চে যখন শাহরুখের স্টেপে নাচলেন অরিজিৎ, তখন দর্শকমহলে হইচই শুরু হয়ে গেছে। এই ভিডিওই এখন নেটপাড়ায় ভাইরাল। চলছে দর্শকমহলে এই নিয়ে আলোচনা-সমালোচনা। 

শুধু এই ভিডিও নয় এর আগেও অরিজিতের অনেক ভিডিও ভাইরাল হয়েছে। যেমন, সম্প্রতি লন্ডনে একের পর কনসার্ট করেছেন অরিজিৎ সিং। মাঝে মধ্যে সেই কনসার্টের ভিডিও ভাইরাল হচ্ছে সোশাল মিডিয়ায়। এবার বার্মিংহামে কনসার্টের অরিজিতের যে ভিডিওটি ভাইরাল হয়েছে।

সেখানে দেখা গেছে, তার গানের মাঝেই এক ভক্ত নানারকম অঙ্গভঙ্গি করতে থাকেন। ভক্তর এমন অবস্থা দেখে প্রথমে বিরক্ত হন অরিজিৎ। তারপর হঠাৎই হাতের ইশারায় অরিজিৎ যেন বলে উঠলেন, চুপচাপ বসে যাও, নাহলে মার খাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App