×

বিনোদন

শোবিজ তারকাদের নিয়ে ‘গিগাবাইট টাইটানসের’ চ্যাম্পিয়ন সেলিব্রেশন নাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৪:১৯ এএম

শোবিজ তারকাদের নিয়ে ‘গিগাবাইট টাইটানসের’ চ্যাম্পিয়ন সেলিব্রেশন নাইট

শোবিজ তারকাদের নিয়ে ‘গিগাবাইট টাইটানসের’ চ্যাম্পিয়ন সেলিব্রেশন নাইট

   

সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এ চ্যাম্পিয়ন হওয়া গিগাবাইট টাইটানস দল এক জমকালো আয়োজনে উদযাপন করেছে তাদের বিজয়। সোমবার (২৬ মে) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় ‘গিগাবাইট টাইটানস চ্যাম্পিয়নস সেলিব্রেশন নাইট’।

দলের মেন্টর, জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজের পরিকল্পনা ও গিগাবাইটের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন গিগাবাইট টাইটানসের পুরুষ ও নারী তারকারা, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা।

রঙিন এই আয়োজনে উপস্থিত ছিলেন নাটক, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের এক ঝাঁক তারকা। তাদের মধ্যে ছিলেন— সাইদুর রহমান পাভেল, রাফসান সাবাব, জেফার, আরিফিন রুমি, ইরফান সাজ্জাদ, তানহা তাসনিয়া, মৌসুমী আহমেদ, পার্থ শেখ, নাইমা আলম মাহা, মালিহা তাহসিন, আশিক জাহিদ, তাসনিম আনিকা প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিদ্বন্দ্বী তিন দলের মেন্টর— স্বপ্নধারা স্পার্টানসের গিয়াসউদ্দিন সেলিম, জেভিকো কিং-এর তানিম রহমান আংশু এবং নাইট রাইডার্স-এর মেন্টর প্রবির রায় চৌধুরী।

সেলিব্রেশন নাইটে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, স্মার্ট টেকনোলজিসের হেড অব কমিউনিকেশন মাহফুজুর রহমান মুকুল এবং গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী উপস্থিত থেকে আয়োজনের গৌরবময় মুহূর্তগুলোতে অংশ নেন।

চ্যাম্পিয়নস সেলিব্রেশন নাইটটি শুধুমাত্র একটি ক্রীড়া বিজয়ের উৎসব ছিল না, বরং এটি ছিল শোবিজ ও প্রযুক্তি শিল্পের মধ্যকার একটি সুন্দর মেলবন্ধনের উদাহরণ। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস এবং পারস্পরিক সম্মান বিনিময়ের মনোমুগ্ধকর পরিবেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পার্বত্য অঞ্চলে রবির ৫১টি মোবাইল টাওয়ারে নাশকতা!

পার্বত্য অঞ্চলে রবির ৫১টি মোবাইল টাওয়ারে নাশকতা!

ধেয়ে আসতে শুরু করেছে শক্তি, উত্তাল সমুদ্র

ধেয়ে আসতে শুরু করেছে শক্তি, উত্তাল সমুদ্র

বঙ্গোপসাগরে লঘুচাপ: সাগর উত্তাল, ঝড়ের আভাস, ভূমিধসের আশঙ্কা

বঙ্গোপসাগরে লঘুচাপ: সাগর উত্তাল, ঝড়ের আভাস, ভূমিধসের আশঙ্কা

যেকোনো পরিস্থিতিতেই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন: ড. ইউনূস

যেকোনো পরিস্থিতিতেই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন: ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App