×

বিনোদন

‘তোমার এক নাম্বার স্বামী কেমন আছে’, ফারিণকে প্রশ্ন নিশোর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১১:৩৫ পিএম

‘তোমার এক নাম্বার স্বামী কেমন আছে’, ফারিণকে প্রশ্ন নিশোর

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও তাসনিয়া ফারিণ এবার শুধু পর্দায় নয়, একসঙ্গে সঞ্চালনায়ও বাজিমাত করেছেন। সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর জমকালো আয়োজনের মঞ্চে সঞ্চালক হিসেবে হাজির হন এই দুই তারকা। দর্শকরা দারুণভাবে উপভোগ করেন তাদের প্রাণবন্ত উপস্থাপনা ও রসিকতা।

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপনায় হাস্যরসের সৃষ্টি হয় নিশোর এক মজার প্রশ্নে। হঠাৎ তিনি ফারিণকে বলেন, ‘আচ্ছা ফারিণ, তোমার এক নাম্বার স্বামী কেমন আছে?’ প্রশ্ন শুনে ফারিণ কিছুটা অবাক হয়ে পাল্টা জিজ্ঞেস করেন, ‘এক নাম্বার স্বামী মানে?’ তখন নিশো রসিকতা করে বলেন, ‘তুমি কি তোমার স্বামীর নাম জানো না? রেজ ওয়ান! ওয়ান মানে তো এক নাম্বার।’

ফারিণ হেসে বলেন, ‘মুরুব্বি, ওটা এক নাম্বার না, একমাত্র স্বামী। সে খুব ভালো আছে। তবে আমার এক্স বয়ফ্রেন্ড কেমন আছে, সেটা জানি না।’ এই বলে নিশোর দিকে তাকান তিনি। জবাবে নিশো বলেন, ‘আচ্ছা, আমি তো নিজেই তোমার এক্স বয়ফ্রেন্ড!’ তাদের এই কথোপকথনে পুরো অডিটোরিয়ামে হাসির রোল পড়ে যায়। দর্শকরা উপভোগ করেন তাদের মজার ঠাট্টা-তামাশা।

উল্লেখ্য, তাসনিয়া ফারিণ ২০২৩ সালের ১১ আগস্ট প্রেমিক শেখ রেজওয়ানকে বিয়ে করেন। দীর্ঘ সাড়ে আট বছরের সম্পর্কের পর পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিকে ২০২৪ সালে মেরিল–প্রথম আলো পুরস্কারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজতজয়ন্তীর এই উৎসবটি পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন হানিফ সংকেত। এবার উপস্থাপনার দায়িত্ব পান নিশো ও ফারিণ, আর তাদের চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল: এসআই প্রত্যাহার

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল: এসআই প্রত্যাহার

ইসরায়েলি হামলায় গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক নিহত

ইসরায়েলি হামলায় গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক নিহত

ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ইন্দোনেশিয়ায় ফেরিডুবিতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

ইন্দোনেশিয়ায় ফেরিডুবিতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App