উঠে গেল নিষেধাজ্ঞা, পাকিস্তানি তারকাদের দেখা যাচ্ছে ভারতে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০১:২৫ পিএম

ছবি: সংগৃহীত
পেহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কৌশলগত ও প্রতীকী পদক্ষেপ নিয়েছিল ভারত সরকার। এর অংশ হিসেবে পাকিস্তানি সংবাদমাধ্যম, বিনোদন চ্যানেল এবং সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে সাম্প্রতিক সময়ে এসব অ্যাকাউন্ট ও প্ল্যাটফর্ম আবারও অ্যাক্সেসযোগ্য হয়ে উঠেছে।
বুধবার (৩ জুলাই) পাকিস্তানের বেশ কয়েকজন জনপ্রিয় ফিল্ম ও টিভি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফের চালু দেখা গেছে ভারতীয় ব্যবহারকারীদের কাছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম সাবা কামার ও হানিয়া আমির। পেহেলগাম হামলার পর যাদের অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছিল।
এছাড়া নিষেধাজ্ঞার আওতায় পড়া একাধিক পাক সংবাদমাধ্যম ও বিনোদন চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্মও এখন আবার দেখা যাচ্ছে। যদিও এ নিষেধাজ্ঞা সরকারিভাবে প্রত্যাহার করা হয়েছে কি না, সে বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
উল্লেখ্য, নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক ভারতীয় ব্যবহারকারী ভিপিএন প্রযুক্তির মাধ্যমে তাদের পছন্দের পাকিস্তানি সেলিব্রিটিদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করে আসছিলেন। এর মধ্যে আলোচিত নাম হানিয়া আমির, যিনি সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে ‘সর্দারজি-৩’ সিনেমায় অভিনয় করে ভারতীয় সংবাদমাধ্যমেও শিরোনামে এসেছেন।
প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ভারত পরিচালনা করে ‘অপারেশন সিঁদুর’, যার প্রতিক্রিয়ায় পাকিস্তানও পাল্টা পদক্ষেপের প্রস্তুতি নেয়। তবে শেষ পর্যন্ত উভয় দেশ যুদ্ধবিরতির দিকে অগ্রসর হয়।