জোর করে ৫ মিনিট ধরে চুম্বন, কান্নায় ভেঙে পড়েন রেখা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৬:৫৪ পিএম

ছবি: সংগৃহীত
শুটিংয়ে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ করেছেন অসংখ্য বলিউড অভিনেত্রী। এর মধ্যে অন্যতম রেখা। দীর্ঘ ক্যারিয়ারে একবার ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন রেখা। কিন্তু প্রথম ছবির সেটেই আপত্তিকর আচরণের শিকার হন আবেদনময়ী এ নায়িকা।
বিনোদনভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড লাইফের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৬৯ সালে ‘অঞ্জনা সফর’ (পরে নাম বদলে হয় ‘দো শিকারি’) ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটে রেখার। এতে তার বিপরীতে ছিলেন সুদর্শন বাঙালি হিরো বিশ্বজিত্ চট্টোপাধ্যায়। শুটিংয়ে এক অন্তরঙ্গ দৃশ্যে হঠাৎ রেখাকে চুম্বন করতে শুরু করেন তিনি। কিন্তু সুন্দরী নায়িকার সম্মতি নেননি।
রেখার জীবনী ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’-তে এই ঘটনার বর্ণনা রয়েছে। সেখানে বলা হয়, ওই দৃশ্যে রোমান্স করার কথা ছিল। কিন্তু হঠাৎ জোর করে ৫ মিনিট ধরে রেখাকে চুম্বন করতে থাকেন বিশ্বজিৎ। সেসময় রেখার বয়স ছিল মাত্র ১৫ বছর। আর বিশ্বজিৎ ছিলেন ৩২ বছরের প্রাপ্তবয়স্ক অভিনেতা।
ক্যামেরার সামনেই এই আপত্তিকর ঘটনা ঘটে। কিন্তু শুটিং সেটে উপস্থিত কেউই থামাতে আসেননি। পরিচালক, কলাকুশলীরা চুপ করে তা দেখছিলেন। পর্দার আড়ালে এই অভিজ্ঞতায় হতভম্ব ও মানসিকভাবে ভেঙে পড়েন রেখা। শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
পরে রেখা স্বীকার করেন, এমন অপমানজনক অভিজ্ঞতা তার ব্যক্তিত্ব ও দৃঢ়তা গঠনে ভূমিকা রেখেছে। বলিউডে শক্ত জায়গা তৈরি করতে যা সহায়তা করে। এখন তিনি কিংবদন্তি ও এবারগ্রিন অভিনেত্রী।
এই চুম্বনের দৃশ্যকে ঘিরে দেখা দেয় একাধিক বিতর্ক। পরবর্তীকালে বিশ্বজিত্ চট্টোপাধ্যায়কে এই বিষয়ে এক সাক্ষাত্কারে প্রশ্ন করা হলে বলেন, তিনি সেটাই করেছিলেন যা তাকে পরিচালক করতে নির্দেশ দিয়েছিলেন। সেই ছবির পরিচালক ছিলেন কুলজিত্ পাল। তিনি দাবি করেন, রেখা আগেই সম্মতি দিয়েছিলেন ও জানিয়েছিলেন, এমন দৃশ্য নিয়ে তার কোনও অসুবিধা নেই।