×

ফ্যাশন

আবায়া অ্যান্ড গাউন এখন খিলগাঁওয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৭ পিএম

আবায়া অ্যান্ড গাউন এখন খিলগাঁওয়ে

প্রতিষ্ঠানটি যুক্ত করেছে পুরুষদের পোশাক। ছবি : ভোরের কাগজ

আবায়া পোশাকের জন্য সুপরিচিত ফ্যাশন হাউজ আবায়া অ্যান্ড গাউনের দ্বিতীয় শোরুম চালু হয়েছে রাজধানীর খিলগাঁওয়ে। সম্প্রতি খিলগাঁও এর শহীদ বাকী রোডে ক্রেতা এবং শুভাকাঙ্ক্ষীদের সরব উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটির নতুন এই শাখা। এতদিন আবায়া অ্যান্ড গাউন শুধুমাত্র নারীদের পোশাক নিয়ে কাজ করলেও নতুন এই অগ্রযাত্রায় প্রতিষ্ঠানটি যুক্ত করেছে পুরুষদের পোশাকও।

নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং কার্যনির্বাহী প্রধান মারুফা জাহান বলেন, খিলগাঁও ও আশেপাশে ক্রেতাদের সুবিধার্থে একটি প্রাইম লোকেশনে `আবায়া অ্যান্ড গাউন -এর নতুন শোরুমটি চালু করা হয়েছে। আবায়া, হিজাব, বোরখা, গাউন, কেপ ও এই ধরনের পোশাক যারা পরতে পছন্দ করেন তাদের জন্য যে বিশেষ আকর্ষণ রয়েছে তা হলো, আমরা নিজেদের ডিজাইন এবং নিজেদের তৈরি পোশাকের পাশাপাশি দুবাই ও চীন থেকেও পোশাক আমদানি করি। খিলগাঁও শোরুম-এর নতুন চমক হলো, এখানে পাঞ্জাবি ও টি-শার্টের কালেকশন আছে।

হিজাব বা পর্দা করার জন্য বিশেষ পোশাকগুলোর ক্ষেত্রে আমাদের একটি গতানুগতিক ধারণা প্রচলিত থাকলেও এটাকে যে ফ্যাশনেবল করে উপস্থাপন করা যায় তেমন একটি ধারণা নিয়েই পান্থপথে একটি শোরুম নিয়ে যাত্রা শুরু করে আবায়া অ্যান্ড গাউন।

ফ্যাশন হাউজটির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, এখানে প্রতিদিনই নতুন পণ্য উন্মোচিত হয়। সংস্কৃতি, সময় এবং স্থান এসব কিছুর সঙ্গেই প্রাসঙ্গিক ভাবে ভারসাম্য বজায় রেখে ডিজাইন ও সৃষ্টিশীলতাকে সফলভাবে প্রয়োগ করে এগিয়ে গিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই সংযোজন এই ধারাবাহিকতারই একটি অংশ।

আরো পড়ুন : শীতকালে শুষ্ক ত্বকের যত্ন নেবেন যেভাবে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিরাজের নেতৃত্বে নামছে বাংলাদেশ, যেমন হবে একাদশ

মিরাজের নেতৃত্বে নামছে বাংলাদেশ, যেমন হবে একাদশ

আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, স্থায়ী শান্তির আশ্বাস ট্রাম্পের

৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, স্থায়ী শান্তির আশ্বাস ট্রাম্পের

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প!

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App