অবশেষে বিয়ে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ পিএম

ছবি : সংগৃহীত
ফুটবল বিশ্বের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিনের প্রেমিকা আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন জর্জিনা নিজেই।
তার বাম হাতে ঝকঝকে এমারেল্ড কাট হীরার আংটি প্রদর্শন করেন এবং ক্যাপশনে লিখেন, ইয়েস আই ডু। জুয়েলারি বিশেষজ্ঞরা জানিয়েছেন, আংটির ওজন প্রায় ১০ থেকে ১৫ ক্যারেট এবং মূল্য প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার।
রোনালদো আগেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’তে তিনি বলেছিলেন, যখন সঠিক সময় আসবে, তখনই বিয়ে হবে। অবশেষে সেই মুহূর্ত এসেছে।
আরো পড়ুন : জয় দিয়ে শুরু হলো হামজাদের নতুন মৌসুম
২০১৬ সালে মাদ্রিদের একটি বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সময়ই প্রথমবার রোনালদোর সঙ্গে জর্জিনার পরিচয় হয়। তারপর থেকে তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং বর্তমানে তারা পাঁচ সন্তানের পিতা-মাতা।
ভক্তদের আগ্রহের কেন্দ্রে এখন রোনালদো-জর্জিনার বাগদানের পরবর্তী ধাপ, অর্থাৎ বিয়ের তারিখ ও স্থান। জানা গেছে, পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে বিয়ে অনুষ্ঠিত হবে। তবে তার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হল এই বাগদানের মাধ্যমে।