×

সরকার

তদন্তে দোষী সাব্যস্ত হলেই কেবল আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ পিএম

তদন্তে দোষী সাব্যস্ত হলেই কেবল আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: সংগৃহীত

   

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, মামলার ক্ষেত্রে তদন্ত সম্পন্ন না হলে কাউকে গ্রেফতার করা হবে না। তিনি জানান, পুলিশ আগে বাদী হয়ে মামলা করত, যার মধ্যে ১০ জনের নাম উল্লেখ করত এবং ৫০ জনকে বেনামী হিসেবে অন্তর্ভুক্ত করত। কিন্তু এখন মামলা করছে সাধারণ জনগণ।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মামলা হলেই গ্রেফতার নয়, আগে তদন্ত হবে। তদন্তে দোষী সাব্যস্ত হলেই কেবল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের নামে প্রতিষ্ঠিত ‘স্কাউটার শহিদ মীর মুগ্ধ ভবন’ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণের উদ্বোধন শেষে এসব মন্তব্য করেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তারা সবাই শহিদ। আপনারা দোয়া করবেন যেন তারা শহিদের মর্যাদা পান।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এসময় জানান, সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করবে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজন হলে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে।

এছাড়া তিনি উল্লেখ করেন, বিগত সরকারের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে যারা অপরাধী তাদের বেশিরভাগই ৫ থেকে ৭ আগস্টের মধ্যে পালিয়ে গেছে। তিনি জানান, এখন পালানোর চেষ্টা করলে শুধু পুলিশ ও বিজিবি নয়, সাধারণ জনগণও তাদের ধরিয়ে দিচ্ছে।

সাংবাদিকদের তিনি অনুরোধ করেন, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে অপরাধীদের ধরতে সহযোগিতা করার জন্য।

আরো পড়ুন: সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার

অনুষ্ঠানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান ও অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম (এনডিসি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা এপিবিএন মসজিদে শহিদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App