×

সরকার

এবার বাণিজ্য মেলার স্টল বরাদ্দ অনলাইনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৯:০৯ পিএম

এবার বাণিজ্য মেলার স্টল বরাদ্দ অনলাইনে

ছবি : সংগৃহীত

   

রাজধানীর পূর্বাচলে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ), যা মাসব্যাপী চলবে। বুধবার (৩০ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।  এবার এই মেলার স্টল, প্যাভিলিয়ন ও রেস্তোরাঁ বরাদ্দ অনলাইনে করা হবে। 

এ কাজের জন্য ইপিবি নতুন একটি সফটওয়্যার তৈরি করেছে, যা স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরির স্পেস বরাদ্দের জন্য অনলাইনে আবেদন করার সুযোগ দেবে। আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে উদ্ধৃত দর, মূল্য ও মাশুল ইত্যাদি অনলাইনে জমা করতে হবে।

এই উপলক্ষে ইপিবি ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মধ্যে বুধবার একটি চুক্তি সাইন করা হয়েছে। ইপিবির পক্ষ থেকে চুক্তিতে সই করেন সংস্থাটির সচিব বিবেক সরকার, যিনি ডিআইটিএফেরও পরিচালক। অপরদিকে, সোনালী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। এই অনুষ্ঠানে ইপিবির ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।

ইপিবি জানিয়েছে, নতুন সফটওয়্যারটি চালু হলে মেলায় অংশগ্রহণ প্রত্যাশী প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তারা এখন ঘরে বসেই আবেদন করতে পারবেন। পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় দেশি-বিদেশি উৎপাদক ও রফতানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্রায় ৩৫০টি বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেয়া হবে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App