×

সরকার

তীব্র যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে গন্তব্যে গেলেন সড়ক উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম

তীব্র যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে গন্তব্যে গেলেন সড়ক উপদেষ্টা

তীব্র যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে যাত্রা সড়ক উপদেষ্টার। ছবি : সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটে আটকা পড়ে শেষ পর্যন্ত মোটরসাইকেলে গন্তব্যে রওনা হয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (৮ অক্টোবর) সকালে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় ঘণ্টাখানেক যানজটে আটকে থাকার পর তিনি এ সিদ্ধান্ত নেন।

জানা গেছে, উপদেষ্টা সকালে ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে গাড়িবহর নিয়ে মহাসড়ক পরিদর্শনে সরাইল-বিশ্বরোড মোড়ে যাওয়ার পথে আশুগঞ্জে তীব্র যানজটে পড়েন। এক ঘণ্টা অপেক্ষার পরও যান চলাচল না শুরু হওয়ায় তিনি মোটরসাইকেলে চড়ে যাত্রা অব্যাহত রাখেন।

চশমা চোখে ও মাথায় হেলমেট পরে উপদেষ্টা যখন মোটরসাইকেলে চড়ে বসলেন, তখন উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন। পুলিশ দ্রুত রাস্তা পরিষ্কার করে পথ সুগম করার চেষ্টা করে।

আরো পড়ুন : শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, উপদেষ্টা সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইলের উদ্দেশে রওনা হন। পথে সোহাগপুর এলাকায় যানজটে আটকা পড়লে তিনি মোটরসাইকেলে যাত্রা অব্যাহত রাখেন।

উপদেষ্টার সফর ঘিরে প্রশাসনের বিভিন্ন দপ্তর সকাল থেকেই প্রস্তুত ছিল। সড়কের খানাখন্দ মেরামতে ইট-বালু বিছানোর কাজও চলছিল। তবে ভারী বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

মঙ্গলবার মধ্যরাত থেকেই ওই এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দেয়। আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যা বললেন ভক্তরা

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যা বললেন ভক্তরা

দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন : প্রধান উপদেষ্টা

দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন : প্রধান উপদেষ্টা

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের প্রধান উৎস পাবনা মানসিক হাসপাতাল

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের প্রধান উৎস পাবনা মানসিক হাসপাতাল

হত্যাকারীকে গ্রেপ্তার না করলে জনগণই বিচার করবে, হুঁশিয়ারি সালমান শাহ ভক্তদের

হত্যাকারীকে গ্রেপ্তার না করলে জনগণই বিচার করবে, হুঁশিয়ারি সালমান শাহ ভক্তদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App