×

ভারত

নয়াদিল্লিতে তীব্র বায়ুদূষণে বিদ্যালয়ে চালু হলো অনলাইনে ক্লাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পিএম

নয়াদিল্লিতে তীব্র বায়ুদূষণে বিদ্যালয়ে চালু হলো অনলাইনে ক্লাস

তীব্র বায়ুদূষণে সব প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধের পর অনলাইনে ক্লাস চালু করেছে নয়াদিল্লি সরকার। ছবি: সংগৃহীত

   

তীব্র বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লির জনজীবন। শহরটির এয়ার কোয়ালিটি বা বায়ুরমান (একিউআই) ৫০০ ছুঁইছুঁই। যা মানবস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৭টায় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দূষিত এই শহরটিতে বায়ুমান নির্ধারিত হয়েছে ৪৯৮। 

এমন পরিস্থিতিতে শহরের সব প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধের পর অনলাইনে ক্লাস চালু করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে তীব্র দূষণ প্রতিরোধে দেয়া হয়েছে একাধিক নির্দেশনা। খবর এনডিটিভির।

দূষণের প্রকোপে দিল্লির জাহাঙ্গীরপুর, বাওয়ানা, ওজিরপুর, রোহিনী, পাঞ্জাবিবাগে বায়ুদূষণের ৪৫০-৪৯০ এর মধ্যে উঠানামা করছে। দিল্লি ছাড়াও নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদে পরিস্থিতি ভয়াবহ মাত্রায় পৌঁছে গেছে। বেশিরভাগ জায়গাতে দৃশ্যমানতা কমে ৫০০ থেকে ৮০০ মিটারে চলে এসেছে। এতে স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে যান ও বিমান চলাচল। এই কারণেই বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরো পড়ুন: স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

নয়াদিল্লিতে বায়ুদূষণ মোকাবিলায় শুক্রবার সকাল ৮টা থেকেই কার্যকর হতে চলেছে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি-থ্রি’। নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশিকা মেনে চলতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো- প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে পাঠদান শুরু।

যে অস্বাভাবিকহারে দূষণ বাড়ছে, তাতে বাসার বাইরে যাওয়ার উপায় নেই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে শিশু-কিশোররা। তাই শুক্রবার থেকে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে পাঠদান কর্মসূচি চলবে। 

একইসঙ্গে বলা হয়েছে, জরুরি নয় এমন নির্মাণকাজ কিংবা ভাঙার কাজ আপাতত বন্ধ থাকবে। তবে জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা ও কিছু সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণ কাজ এই বিধিনিষেধের বাইরে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App