×

ভারত

প্রিয়াঙ্কা গান্ধী লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম

প্রিয়াঙ্কা গান্ধী লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন

ছবি : ইন্টারনেট

   

ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি সংবিধান হাতে শপথ নেন। এ খবর প্রকাশ করেছে আল জাজিরা, যা এনডিটিভির বরাত দিয়ে জানানো হয়।  

সম্প্রতি কেরালার ওয়ানাড় আসনের উপ-নির্বাচনে জয়ী হয়ে ভারতের সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন গান্ধী পরিবারের এই প্রভাবশালী সদস্য। উল্লেখ্য, ওয়ানাড়ের এই আসনের পূর্ববর্তী সংসদ সদস্য ছিলেন প্রিয়াঙ্কার ভাই, কংগ্রেস নেতা রাহুল গান্ধী।  

প্রিয়াঙ্কার এই বিজয় কংগ্রেস দলের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। তার দল ও সমর্থকরা এই পদক্ষেপের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস পরিবারের তৃতীয় সদস্য হিসেবে পার্লামেন্টে যোগ দিলেন। তার মা সোনিয়া গান্ধী বর্তমানে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য এবং এর আগে কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন।  

গত শনিবার ওয়ানাড় উপ-নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হয়। এতে প্রিয়াঙ্কা গান্ধী ৬ লাখ ২২ হাজার ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী সাথিয়ান মোকেরিকে চার লাখের বেশি ভোটে পরাজিত করেন। নির্বাচনে বিজেপির প্রার্থী তৃতীয় অবস্থানে ছিলেন।  

বিজয়ের পর প্রিয়াঙ্কা গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) দীর্ঘ একটি পোস্ট দিয়ে তার সমর্থক ও ভোটারদের ধন্যবাদ জানান।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App