×

ভারত

হোটেল থেকে তৃণমূল নেতার লাশ উদ্ধার, বান্ধবী আটক!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম

হোটেল থেকে তৃণমূল নেতার লাশ উদ্ধার, বান্ধবী আটক!

ছবি : প্রতীকী

   

ভারতের পশ্চিমবঙ্গে মন্দারমণি এলাকায় বেড়াতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে তৃণমূল নেতা আবুল নাসারের। শনিবার (২১ ডিসেম্বর) সকালে হোটেলের কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এ সময় আটক করা হয়েছে তৃণমূল নেতার বান্ধবীকে। খুন না আত্মহত্যা, এখনো পরিষ্কার নয়। তবে মৃতের স্ত্রী খুনের অভিযোগ করছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ সূত্র জানায়, নিহত আবুল নাসার উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি বেড়াতে গিয়ে ছিলেন তিনি। 

শনিবার সকালে হোটেলে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন হোটেলের লোকজন। ফোন করে খবর দেয়া হয় পুলিশে। তার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। যে নারীর সঙ্গে আবুল বেড়াতে এসেছিলেন, তাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

আমডাঙার আদহাটা পঞ্চায়েত এলাকায় বাড়ি আবুলের। তার স্ত্রী ওই পঞ্চায়েতের উপপ্রধান। আবুলও দীর্ঘ দিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত বলে তার পরিবার জানায়। আবুলের মৃত্যসংবাদ বাড়িতে পৌঁছনোর পর খুনের অভিযোগ করছে পরিবার। 

তারা জানিয়েছে, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন আবুল। তিনি আত্মহত্যা করতে পারেন না। যদিও মৃত্যুর নেপথ্যে কোনো রাজনৈতিক কারণ নেই বলে দাবি করেছেন আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আনিসুর রহমান। 

তিনি বলেন, দলের একজন সক্রিয় সদস্য ছিলেন উনি। তার মৃত্যুতে দলের বড় ক্ষতি হল। তিনি পুলিশের তদন্তের উপরে আস্থা রাখছেন।

পূর্ব মেদিনীপুরে অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার বলেন, একটি ঝুলন্ত লাশ হোটেলে পাওয়া গিয়েছে। আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ওই ব্যক্তির সঙ্গে থাকা এক নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট সব থানাকে বিষয়টি জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App