×

ভারত

সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ পিএম

সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে রামমোহন লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় অবস্থাকে আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, যুবকটি সংসদ ভবনের সামনে একটি পার্কে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর আগুনে জ্বলতে থাকা অবস্থাতেই তিনি সংসদ ভবনের দিকে ছুটে যান। এই ঘটনায় চারদিকে হৈচৈ পড়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল এবং দুই পৃষ্ঠার আধপোড়া সুইসাইড নোট উদ্ধার করেছে। তবে যুবকটি কেন এমন ভয়াবহ পদক্ষেপ নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দিল্লি পুলিশের এক কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী, দগ্ধ যুবকের নাম জিতেন্দ্র (২৫-২৬)। তিনি উত্তর প্রদেশের বাগপতের বাসিন্দা। 

প্রাথমিক তদন্তে জানা যায়, তার বিরুদ্ধে বাগপতে কয়েকটি মামলা নথিভুক্ত রয়েছে, যা তাকে মানসিক চাপে ফেলেছিল। এই চাপ থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, রেলভবন চত্বরে যুবকটি যখন আত্মহত্যার চেষ্টা করেন। তখন পুলিশ কনস্টেবলসহ কয়েকজন সাধারণ মানুষ দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে যুবকের অবস্থা গুরুতর এবং তদন্তকারীরা তার সুইসাইড নোটটি বিশ্লেষণ করে আত্মহত্যার কারণ অনুসন্ধান করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে: ডিএমপি কমিশনার

আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে: ডিএমপি কমিশনার

পটেটো চিপস খেয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো!

পটেটো চিপস খেয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো!

মেঘনায় উদ্ধার মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জনের, জানালেন স্বজনরা

মেঘনায় উদ্ধার মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জনের, জানালেন স্বজনরা

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিলো বিএনপি, এনসিপিসহ ২৩ দল

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিলো বিএনপি, এনসিপিসহ ২৩ দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App