ভারতে ১৩ বাংলাদেশি গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ পিএম

ছবি : সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রে বৈধ নথি ছাড়াই বসবাসের অভিযোগে ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস-বিরোধী স্কোয়াড (এটিএস)। রাজ্যের থানে, নভি মুম্বাই এবং সোলাপুর এলাকায় গত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে এদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন পুরুষ এবং ছয়জন নারী রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ এবং জাল নথি ব্যবহারের মাধ্যমে বসবাসের অভিযোগে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহারাষ্ট্র পুলিশের এটিএস স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা ভারতের আধার কার্ডসহ বিভিন্ন জাল নথি ব্যবহার করে দেশে প্রবেশ করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভারতের ফরেনার্স আইন-১৯৪৬, পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন-১৯৫০ এবং পাসপোর্ট বিধি-১৯৬৭ লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।
মহারাষ্ট্র পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, জাল নথি তৈরি এবং তা ব্যবহার করে অবৈধভাবে বসবাস ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। এই ধরনের বেআইনি কার্যকলাপ প্রতিরোধে অভিযান চালানো হচ্ছে।
গ্রেপ্তারকৃতদের বিষয়ে থানে এলাকার স্থানীয় পুলিশ তদন্তের দায়িত্ব পালন করছে। সন্দেহজনক প্রবেশ রুট এবং বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।