গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে বিপাকে গায়ক অভিজিত

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম

ছবি : সংগৃহীত
এক সময় বলিউডের জনপ্রিয় গায়ক হিসেবে নাম কামিয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্য। শাহরুখ খানের কণ্ঠে নব্বইয়ের দশকের ‘উয়ো লড়কি জো সবসে আলাগ হ্যায়’, ‘চাঁদ তারে’, ‘তৌবা তুমহারে ইয়ে ইশারে’, এবং ‘আই অ্যাম দ্য বেস্ট’-এর মতো হিট গান উপহার দিয়েছিলেন এই বাঙালি গায়ক। কিন্তু এখন তিনি সংবাদের শিরোনামে আসেন বিতর্কিত মন্তব্যের জন্য।
সাম্প্রতিক এক পডকাস্ট সাক্ষাৎকারে মহাত্মা গান্ধীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে নতুন বিতর্কে জড়িয়েছেন অভিজিৎ। সাক্ষাৎকারে তিনি বলেন, মহাত্মা গান্ধী ভারতের পক্ষে ছিলেন না, তিনি পাকিস্তানের পক্ষে ছিলেন। ভুল করে তাকে জাতির জনক বলা হয়। পাকিস্তানের সৃষ্টিকর্তা ছিলেন তিনি। তিনি বাবা, পিতামহ, এমনকি দাদাও ছিলেন।
এই মন্তব্যের পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। পুনের আইনজীবী অসীম সারোদে অভিজিৎকে লিগাল নোটিস পাঠিয়েছেন।
নোটিসে জানানো হয়েছে, তিনি যদি তার মন্তব্যের জন্য লিখিতভাবে ক্ষমা না চান, তবে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।
এর আগে অভিজিৎ সুরকার আরডি বর্মনকে মহাত্মা গান্ধীর চেয়েও ‘বড়’ বলে দাবি করেছিলেন। ওই মন্তব্য নিয়েও বিতর্কের ঝড় ওঠে।
অভিজিৎ এর এমন মন্তব্যে তার ভক্তদের অনেকেই বিস্মিত। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তার ভক্তমহলে এই ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিজিৎ এর মন্তব্যের ফলে তৈরি হওয়া এই বিতর্ক এখন আইন আদালত পর্যন্ত গড়ানোর সম্ভাবনা তৈরি করেছে। অনেকেই বলছেন, গায়ক তার প্রাপ্ত সম্মান ও জনপ্রিয়তা বহু আগেই হারিয়েছেন, এবার হয়তো তাকে জবাবদিহি করতে হবে আদালতে।