×

ভারত

কলকাতায় আটকে পড়া ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম

কলকাতায় আটকে পড়া ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন

ছবি : সংগৃহীত

   

কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করা মালিন্দো এয়ারের ফ্লাইটটি অবশেষে ১৬ ঘণ্টা পর সোমবার (৬ জানুয়ারি) রাত আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রবিবার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করা ফ্লাইটটি (ওডি-১৬২) ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইটটি কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এতে ২২০ জন যাত্রী প্রায় ১৬ ঘণ্টা আটকা পড়েন।

বিমানে আটকে থাকা এক যাত্রী, রিয়াজ ফাহাদী, সময় সংবাদকে জানান, কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রাত ১০টায় ফ্লাইটটি ছাড়ার কথা থাকলেও এটি এক ঘণ্টা দেরিতে ছাড়ে। নির্ধারিত সময় ভোর ৩টায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি কলকাতায় অবতরণ করে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত যাত্রীদের বিমানের ভেতরেই থাকতে হয়।

ফাহাদী আরো বলেন, আমাদের সঙ্গে বিমান কর্তৃপক্ষ কোনো যোগাযোগ রাখেনি। বিমানবন্দর থেকে কোনো সুনির্দিষ্ট তথ্যও পাইনি। এমনকি মালিন্দো এয়ারের ভারতীয় আঞ্চলিক অফিস বা কুয়ালালামপুর সদর দফতরের সঙ্গেও যোগাযোগ সম্ভব হয়নি।

বিভিন্ন গণমাধ্যমে যাত্রীদের দুর্ভোগের খবর প্রকাশিত হওয়ার পর বিমান কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। এরপর রাত দেড়টায় কলকাতা থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং রাত আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযোগ করেছেন, আটকে পড়ার দীর্ঘ সময়েও পর্যাপ্ত সহায়তা বা তথ্য প্রদান করেনি মালিন্দো এয়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App