×

ভারত

মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

Icon

আন্তর্জাদিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৮:৩২ এএম

মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

স্থানীয়দের মারধরে আহত ওই বাংলাদেশি মারা গেছেন

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছেন ভারতীয়রা। 

স্থানীয়দের মারধরে আহত ওই বাংলাদেশি মারা গেছেন বলে মঙ্গলবার মেঘালয় পুলিশ জানিয়েছে।খবর পিটিআইয়ের।

নিহত বাংলাদেশি নাগরিকের নাম আকরাম। তিনি বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মেঘালয়ের খাসি হিলস জেলার কৈথা কোণা গ্রামের বাসিন্দারা তাকে আটক করেন।

জেলার পুলিশ সুপার বানরাপ জিরওয়া বলেছেন, গ্রামবাসীরা আহত অবস্থায় আকরামকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে মাহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে মারা যান তিনি।

মেঘালয়ের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেছেন, গত সোমবার কমপক্ষে আট বাংলাদেশি অনুপ্রবেশকারী রোংদাংগাই গ্রামের স্থানীয় এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা করেন। 

এ সময় তারা গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন। পরে স্থানীয় গ্রামবাসীরা জড়ো প্রতিরোধ করলে বাংলাদেশিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় আকরামসহ ছয় বাংলাদেশিকে আটক ও বেধড়ক মারপিট করেন গ্রামবাসীরা।

পুলিশ সুপার জিরওয়া বলেন, আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আদালতে তোলা হয়েছে এবং বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে, মেঘালয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) যৌথ অভিযানে খোনজয় ও গিলাগোড়া এলাকা থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়। বাকি দুই সন্দেহভাজনকে ধরতে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে মেঘালয় পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলাপি ঋণে পথে বসতে যাচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও

আর্থিক খাতে হরিলুট খেলাপি ঋণে পথে বসতে যাচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প

নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

অভিষেকের পর পাকিস্তানকে কটাক্ষ অমিতাভের, কড়া জবাব শোয়েবকে

অভিষেকের পর পাকিস্তানকে কটাক্ষ অমিতাভের, কড়া জবাব শোয়েবকে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App