×

ভারত

ভারতকে তেল কেনায় ‘ডিসকাউন্ট’ দিলো রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম

ভারতকে তেল কেনায় ‘ডিসকাউন্ট’ দিলো রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান শুল্ক চাপের মধ্যেই রাশিয়া ভারতকে তেলের বড় ছাড় দিয়েছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাস থেকে প্রতিটি কার্গোতে ব্যারেলপ্রতি ৩–৪ ডলার কম দামে রুশ উরাল গ্রেড তেল কেনার সুযোগ পাবে নয়াদিল্লি।

ব্লুমবার্গের প্রতিবেদন উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল আমদানি এবং ইউক্রেন যুদ্ধে তেলের ব্যবহার রোধের জন্য ভারতের ওপর শুল্ক ৫০ শতাংশে উন্নীত করে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের অন্যতম প্রধান ক্রেতা হয়ে ওঠে।

ভারত মার্কিন শুল্ক বৃদ্ধির পরও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেনি। ওয়াশিংটনের সমালোচনার মধ্যেই নয়াদিল্লি মস্কো ও বেইজিংয়ের আরো কাছে পৌঁছেছে। সম্প্রতি চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া-ভারতের বিশেষ সম্পর্কের কথা তুলে ধরেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দেন।

আরো পড়ুন : রাশিয়া নয়, ভারতের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা

হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো ভারতের এই পদক্ষেপকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কিনে ভারত এটি পরিশোধন করে এবং ইউরোপ, আফ্রিকা ও এশিয়ায় প্রিমিয়ামে বিক্রি করছে, যা রাশিয়ার যুদ্ধযন্ত্রকে জ্বালানি সরবরাহ করছে।

এছাড়া, ভারত রাশিয়া থেকে ছাড়ের দামে তেল কেনার পাশাপাশি এস-৪০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণের আলোচনাও চালাচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কো-অপারেশনের প্রধান দিমিত্রি শুগায়েভ জানিয়েছেন, ২০২৬ এবং ২০২৭ সালে শেষ দুটি ইউনিট ভারতে সরবরাহ করা হবে।

২০১৮ সালে ভারত ও রাশিয়ার মধ্যে পাঁচটি ইউনিটের জন্য ৫.৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মধ্যে তিনটি ইউনিট ইতোমধ্যেই সরবরাহ করা হয়েছে।

এই পদক্ষেপের ফলে ভারত-রাশিয়া সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে এবং দেশের তেলের জোগান ও প্রতিরক্ষা সক্ষমতাও শক্তিশালী হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

বিমানবন্দরে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানালেন ভুক্তোভোগী

বিমানবন্দরে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানালেন ভুক্তোভোগী

এয়ারপোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এয়ারপোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App