×

ভারত

জাতিসংঘে পাকিস্তান নিয়ে ভারতের তীব্র সমালোচনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম

জাতিসংঘে পাকিস্তান নিয়ে ভারতের তীব্র সমালোচনা

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পরভথনেনি হরিশ। ছবি : সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে ভারত। মঙ্গলবার (৭ অক্টোবর) নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত বিতর্কে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পরভথনেনি হরিশ বলেন, পাকিস্তান এমন একটি দেশ যারা নিজেদের জনগণের ওপরই বোমা ফেলে এবং পদ্ধতিগত গণহত্যা চালায়।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, পরভথনেনি হরিশের এই মন্তব্যটি আসে এক পাকিস্তানি কর্মকর্তার বক্তব্যের পরপরই। ওই কর্মকর্তা অভিযোগ করেন, কাশ্মীরি নারীরা দশকের পর দশক যৌন সহিংসতার শিকার হয়ে আসছেন।

প্রতিউত্তরে হরিশ বলেন, প্রতি বছর আমাদের নিয়তি যেন পাকিস্তানের বিভ্রান্তিমূলক বক্তৃতা শোনা, বিশেষ করে জম্মু ও কাশ্মির নিয়ে- যে ভারতীয় ভূখণ্ডের প্রতি তারা লালায়িত। নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডায় ভারতের ভূমিকা নিখুঁত ও অক্ষুণ্ন।

তিনি আরো স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান অপারেশন সার্চলাইট পরিচালনা করেছিল, যেখানে তাদের সেনাবাহিনী প্রায় চার লাখ নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের পদ্ধতিগত অভিযান চালিয়েছিল। বিশ্ব এখন পাকিস্তানের প্রচারণার ভেতর দিয়ে সত্য দেখতে পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন : বাংলাদেশে দ্রুত নির্বাচনের প্রত্যাশা ভারতের

এর আগে গত সপ্তাহেও জাতিসংঘে পাকিস্তানের মানবাধিকার রেকর্ড নিয়ে কঠোর মন্তব্য করেছিল ভারত। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬০তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভারতের স্থায়ী মিশনের কাউন্সেলর কে. এস. মোহাম্মদ হুসেন বলেন, আমরা এটিকে অত্যন্ত বিদ্রুপাত্মক মনে করি যে বিশ্বের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার রেকর্ডধারী একটি দেশ অন্যদের নৈতিক শিক্ষা দিতে চায়।

তিনি আরো বলেন, ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে এই সম্মানিত মঞ্চের অপব্যবহার করার চেষ্টা তাদের ভণ্ডামিকেই প্রকাশ করে। ভিত্তিহীন প্রচারণা চালানোর বদলে, তাদের উচিত নিজেদের সমাজে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর চলমান রাষ্ট্র-পৃষ্ঠপোষক নির্যাতন এবং পদ্ধতিগত বৈষম্যের মোকাবিলা করা।

ভারত বারবার স্পষ্ট করে জানিয়েছে, জম্মু ও কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং চিরকালই থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তা করলেন তারেক রহমান

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তা করলেন তারেক রহমান

মৌসুমের নতুন ফ্যাশন ট্রেন্ড নিয়ে লা রিভ ফল কালেকশন ২০২৫

মৌসুমের নতুন ফ্যাশন ট্রেন্ড নিয়ে লা রিভ ফল কালেকশন ২০২৫

কম খরচে ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করল ফ্লাইএডিল

কম খরচে ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করল ফ্লাইএডিল

তিতাস গ্যাসের স্মার্ট ট্রান্সফরমেশনে গ্রামীণফোনের প্রযুক্তি সহায়তা

তিতাস গ্যাসের স্মার্ট ট্রান্সফরমেশনে গ্রামীণফোনের প্রযুক্তি সহায়তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App