×

ভারত

ভয়াবহ ভূমিধসে বাস চাপা পড়ে নিহত ১৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১০:২৮ এএম

ভয়াবহ ভূমিধসে বাস চাপা পড়ে নিহত ১৮

পথে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ধসে বড় বড় পাথর বাসের ওপর পড়ে সেটি সম্পূর্ণভাবে চাপা পড়ে যায়। ছবি : সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিজনিত ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসে আরো অনেকে আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজ্যের বিলাসপুর জেলার ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাটে ভাল্লু সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের ঘুমারিনের দিকে যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ধসে বড় বড় পাথর বাসের ওপর পড়ে সেটি সম্পূর্ণভাবে চাপা পড়ে যায়।

আরো পড়ুন : ভিসা ইস্যুতে বাংলাদেশিদের সুখবর দিলো ভারত

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) উদ্ধার তৎপরতা শুরু করে। রাতভর অভিযান চললেও এখনো ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা আছেন বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এই অতিবৃষ্টিকেই পাহাড়ধসের প্রধান কারণ।

এই মর্মান্তিক দুর্ঘটনায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে অনুদান ঘোষণা করেছেন।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, পাহাড়ের একটি বিশাল অংশ বাসের ওপর ধসে পড়ে এবং এখনও ভেতরে আটকে থাকা যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইবতেদায়ী শিক্ষকদের পদযাত্রায় অসুস্থ কয়েকজন শিক্ষক

ইবতেদায়ী শিক্ষকদের পদযাত্রায় অসুস্থ কয়েকজন শিক্ষক

কম খরচে ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করল ফ্লাইএডিল

কম খরচে ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করল ফ্লাইএডিল

 ৩ দফা দাবি নিয়ে ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়ক অবরোধ

৩ দফা দাবি নিয়ে ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়ক অবরোধ

প্রমাণ মুছে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু সত্যের দেয়াল ভাঙতে পারেনি কেউ

প্রমাণ মুছে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু সত্যের দেয়াল ভাঙতে পারেনি কেউ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App