গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১১ এএম
ছবি : সংগৃহীত
আরব সাগরের তীরবর্তী ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটনরাজ্য গোয়ার একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পর্যটকসহ ক্লাবের কর্মীরাও রয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাত ১২টার পর ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই নাইটক্লাবে এ দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে বিবিসির।
গোয়ার উত্তরাঞ্চলীয় আরপোরা এলাকার বাগা বিচে অবস্থিত এই ক্লাবটি গোয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটনস্থলগুলোর একটি। পুলিশ জানায়, ক্লাবটির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।
রাজ্য পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে, তার অধিকাংশই রান্নাঘর ও আশপাশের এলাকা থেকে। ধারণা করা হচ্ছে, নিহতদের বেশিরভাগই ক্লাবের কর্মচারী। এছাড়াও ৩ থেকে ৪ জন পর্যটকের মরদেহ পাওয়া গেছে, যাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
রোববার ভোরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়া পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অলোক কুমার। তিনি বলেন, আগুন মূলত রান্নাঘর এবং প্রথম তলায় সীমাবদ্ধ ছিল। উদ্ধার হওয়া মরদেহের অবস্থান দেখে বোঝা যাচ্ছে অধিকাংশই কর্মচারী। কয়েকজন পর্যটকের দেহও পাওয়া গেছে।
তিনি আরো জানান, রোববার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
অগ্নিকাণ্ডে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি বলেন, গোয়ার মানুষের জন্য আজ একটি অত্যন্ত দুঃখজনক দিন। নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
