রক্ত সঞ্চালন কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ১২:২৩ পিএম

ছবি: সংগৃহীত
ইউক্রেনের উত্তর-পূর্ব ইউক্রেনের রক্ত সঞ্চালন কেন্দ্রে রাশিয়া ভয়াবহ বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি জানান, শনিবার (৫ আগস্ট) রাতে খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক এলাকায় ওই হামলা চালানো হয়।
হামলার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
তিনি বলেন, সন্ত্রাসীদের পরাজিত করা এখন সময়ের ব্যাপার মাত্র।
এদিকে রাশিয়া এখন পর্যন্ত এ হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জেলেনস্কি বলেন, যারা হাসপাতাল, রক্ত সঞ্চালন কেন্দ্রের মতো জীবন বাঁচানোর মতো স্থাপনাগুলো ধ্বংস করে দিচ্ছে তারা আসলে পশুর সমান।