×

আন্তর্জাতিক

কূটনৈতিক সম্পর্কে ফিরল পাকিস্তান-ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০৪:২১ পিএম

কূটনৈতিক সম্পর্কে ফিরল পাকিস্তান-ইরান

ছবি: সংগৃহীত

   

পাকিস্তান ও ইরান তাদের পরস্পরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলার পরে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কে ফিরেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকারের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে কাকার বলেছেন, “ইরান ও পাকিস্তানের স্বার্থেই ১৬ জানুয়ারির আগে সম্পর্ক যেমন ছিল তেমনটি ফিরিয়ে আনার পদক্ষেপ নেয়া দরকার।”

১৬ জানুয়ারি (মঙ্গলবার) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কথিত জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে কথিত ‘বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে’ পাল্টা ড্রোন হামলা চালায় পাকিস্তান।

এ হামলা সম্পর্কে পাকিস্তান জানিয়েছে, ইরানের হামলায় দুই শিশু নিহত ও আরো তিনজন আহত হয়েছে। 

ইরান জানিয়েছে, পাকিস্তানের হামলায় চার শিশুসহ নয়জন নিহত হয়েছে।

পাল্টাপাল্টি এসব হামলার পরে ইরান ও পাকিস্তান পরস্পরের রাজধানী থেকে নিজেদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয়। এখন দুই পক্ষের মধ্যে আলোচনার পর উভয় রাষ্ট্রদূতই তাদের নিজ নিজ পদে ফিরবেন বলে আশা করা হচ্ছে; জানিয়েছে বিবিসি। 

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মধ্যে টেলিফোনে পরিস্থিতি নিয়ে আলোচনার মাধ্যমে এ অগ্রগতি হয়। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “পররাষ্ট্রমন্ত্রীদ্বয় উত্তেজনা প্রশমণে সম্মত হন। পরস্পরের রাষ্ট্রদূতদের দুই দেশের রাজধানীতে ফিরে যাওয়া নিয়েও আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জিলানি জানিয়েছেন, পাকিস্তান পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে ইরানের সঙ্গে সব ইস্যুতে কাজ করতে প্রস্তুত।”

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর দেশটির মন্ত্রিসভা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ফের চালু করার এবং পরস্পরের রাষ্ট্রদূতদের কর্মস্থলে ফিরিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের পাশাপাশি আরো বেশ কয়েকটি সংকট ঘনীভূত হচ্ছে ও প্রবল উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতির মধ্যেই ইরান ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি এসব হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানে হামলার আগে ইরান তার পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী ইরাক ও সিরিয়ায়ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App