কর্মী হত্যার তদন্ত চায় জাতিসংঘ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১২:০১ পিএম

জাতিসংঘের লোগো। ছবি: সংগৃহীত
জাতিসংঘের ত্রাণকর্মীসহ বিভিন্ন সংস্থার যেসব কর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছে, সে বিষয়ে সুষ্ঠু তদন্ত চেয়েছে জাতিসংঘ। শুধু কর্মীদের হত্যা নয়, জাতিসংঘের ত্রাণ গুদামে ইসরায়েলের পরিকল্পিত হামলারও তদন্ত চেয়েছেন সংস্থাটির ত্রাণ শাখার পরিচালক জুলিয়েট টওমা।
মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি জানান জুলিয়েট টওমা। খবর আনাদোলুর।
শুক্রবার জাতিসংঘের এ ত্রাণ কর্মকর্তা বলেন, জাতিসংঘের সংস্থা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আন্তর্জাতিক আইনে উল্লেখ আছে। একইসঙ্গে জাতিসংঘের স্থাপনাগুলো বেসামরিক নাগরিকরা নিরাপদ আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করতে পারেন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। নারী-শিশুসহ নিরস্ত্র বেসামরিক লোকজনও তাদের নৃশংতার হাত থেকে রক্ষা পাচ্ছে না।
আরো পড়ুন:রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলায় নিহত ২৬
গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৭০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৮৩ হাজার ৫০০ ফিলিস্তিনি।
ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্মকর্তা মাহমুদ বাসাল জানান, শুক্রবার (৭ জুন) গাজার আল-শাতি শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত আসমা স্কুলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দুই দিনের মধ্যে একাধিক স্কুলে বিমান হামলা চালালো ইসরায়েল।
এর আগে গত বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরে আরেকটি স্কুলে হামলা চালায় ইসরায়েল। সেখানে বসতবাড়ি হারানো ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক সব রীতি-নীতি উপেক্ষা করে এক কথায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।