ইসরায়েলে হিজবুল্লাহর ‘রকেটবৃষ্টি’

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৫:২১ পিএম

ছবি: সংগৃহীত
সম্প্রতি লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। এই হত্যার প্রতিশোধে ইসরায়েলের সামরিক বাহিনীর দিকে দুই শতাধিক রকেট ছুড়েছে ইরান-সমর্থিত শিয়া এই সশস্ত্র গোষ্ঠী।
বৃহস্পতিবার (৪ জুরাই) ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। খবর আরব নিউজের।
এর আগে, বুধবার (৩ জুলাই) লেবাননের দক্ষিণাঞ্চলীয় টাইরে শহরের কাছের একটি এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নাসের নিহত হন।
আরো পড়ুন: ইসরায়েলের হামলায় ঊর্ধ্বতন হিজবুল্লাহ কমান্ডার নিহত
গত জুন মাসেও ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার তালেব আব্দুল্লাহ নিহত হয়ে ছিলেন। বুধবারের হামলায় নিহত কমান্ডার নাসের হিজবুল্লাহর কাছে তালেব আব্দুল্লাহর মতো একই পদমর্যাদা ও গুরুত্বের অধিকারী ছিলেন। তালেব আব্দুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিশোধে ওই সময় ইসরায়েলে গত ৯ মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালিয়েছিল হিজবুল্লাহ।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, বুধবার দক্ষিণ লেবাননের টাইরে এলাকায় শত্রু পক্ষের চালানো হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েল-অধিকৃত সীমান্তের ওপারে গোলান মালভূমিতে পাঁচটি ইসরায়েলি ঘাঁটিতে বিভিন্ন ধরনের ২০০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।
এছাড়াও ওই হত্যাকাণ্ডের প্রতিশোধে ইসরায়েলি সামরিক বাহিনীর ৮টি অবস্থানে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ।