×

আন্তর্জাতিক

খেলা দেখতে স্ত্রীকে নিয়ে বার্লিনে এরদোগান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০১:৫১ পিএম

খেলা দেখতে স্ত্রীকে নিয়ে বার্লিনে এরদোগান

স্ত্রী এমিনে এরদোগানকে সঙ্গে নিয়ে বার্লিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

   

এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে তুরস্ক।

শনিবার (৬ জুলাই) বার্লিনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অনুষ্ঠিত ওই খেলা দেখতে স্ত্রীকে নিয়ে মাঠে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর আনাদোলুর।

এ সময় এরদোগানের সঙ্গে স্ত্রী এমিনে এরদোগান ছাড়াও তার উপদেষ্টা আকিফ কাগাতায় কিলিগ যোগাযোগ বিভাগের উপ-পরিচালক কাগাতায় ওজদেমির ছিলেন।

বার্লিন বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান, জার্মানিতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত আহমেত বাশার সেন, তুরস্কের যুব ও ক্রিড়া মন্ত্রী ওসমান আসকিন বাক ও তুর্কি কূটনীতিকরা।

বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় খেলা শুরু হয়। শনিবার কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে নেদারল্যান্ড ২-১ গোলে জিতেছে তুরস্কের বিরুদ্ধে। 

ম্যাচে প্রথমেই গোল করেন তুরস্ত। তুরস্কের সামেত আকাইদিনের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন নেদারল্যান্ডসের স্টেফান ডা ভ্রেই। কিছুক্ষণ পরই আত্মঘাতী গোল করে পিছিয়ে পড়ে তুরস্ক, সেটাই গড়ে দেয় ব্যবধান।

আরো পড়ুন: কোপার শেষ ৪ চূড়ান্ত, কবে কে কার মুখোমুখি

ইউরোপের সেরা প্রতিযোগিতায় তুরস্কের সেরা সাফল্য ২০০৮ আসরে সেমি-ফাইনালে ওঠা। চমক জাগানো পারফরম্যান্স দেখিয়ে সেই অর্জনকে ছোঁয়ার স্বপ্ন দেখছিলো তারা, কিন্তু আশা জাগিয়েও পারলো না দলটি।

প্রথম আধা ঘণ্টায় কোনো দলই সেভাবে কারো ওপর চাপ তৈরি করতে পারেনি। আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও প্রতিপক্ষের গোলরক্ষকের পরীক্ষা নেয়ার মতো কিছু করতে পারেনি কেউ।

এরপর বেশ কিছুক্ষণ ধরে টানা কয়েকটি ব্যর্থ আক্রমণ করে তুরস্ক এবং সেই ধারায় ৩৫তম মিনিটে লক্ষ্যে প্রথম প্রচেষ্টাতেই এগিয়ে যায় তারা। ডান দিক থেকে আর্দা গিলেরের দারুণ ক্রস বক্সে পেয়ে হেডে গোলটি করেন ডিফেন্ডার আকাইদিন।

দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে দুবার প্রতিপক্ষের বক্সে ভীতি ছড়ায় নেদারল্যান্ডস। কোনোবারই অবশ্য গোলের জন্য শট নিতে পারেনি তারা।

কিছু সময় পরই গোলরক্ষকের নৈপুণ্যে দ্বিতীয় গোল হজম করা থেকে বেঁচে যায় ডাচরা। প্রায় ২৬ গজ দূর থেকে গিলেরের বাঁকানো ফ্রি কিকে বল ঝাঁপিয়ে পড়া বার্ট ভেরব্রুখেনের আঙুল ছুঁয়ে গোল পোস্টে লাগে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App