এবার ইসরায়েলে হামলা বন্ধের শর্ত দিল হিজবুল্লাহ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৮:৫৮ এএম

এবার ইসরায়েলে হামলা বন্ধের শর্ত দিল হিজবুল্লাহ। ছবি: সংগৃহীত
লেবাননে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধে সম্মত হয়েছে। তবে এ জন্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে শর্ত দিয়েছে গংগঠনটি। বুধবার (১০ জুলাই) হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ ইসরাইলকে এই শর্ত দিয়েছেন। খবর টাইমস অব ইসরাইলের।
প্রতিবেদনটিতে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে হিজবুল্লাহ আলাদা আলোচনা ছাড়াই ইসরাইলে হামলা বন্ধ করবে। সপ্তাহখানেক আগে ইসরাইলি হামলায় নিহত হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাসেরের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেন নাসরাল্লাহ। বক্তব্যে তিনি দাবি করেন, লেবানন সীমান্তে সংঘর্ষের ফলে গাজায় চলমান যুদ্ধে মনোযোগ হারিয়েছে ইসরাইল।
তিনি আরো বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে ইসরাইলকে অবশ্যই গাজায় হামলা বন্ধ করতে হবে। আর তা না হলে ইসরায়েলে হামলা বন্ধ করবে না হিজবুল্লাহ ।
একইসঙ্গে, নাসরাল্লাহ সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত ও তারা যুদ্ধে ভীত নয়। ভাষণে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর ক্রমবর্ধমান রকেট ও ড্রোন হামলার কথা তুলে ধরেছেন তিনি।
নাসরাল্লাহ বলেছেন, হামাস নিজেদের পক্ষে, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর পক্ষে এবং সমগ্র প্রতিরোধের অক্ষের পক্ষ থেকে আলোচনা করছে। হামাস যা মেনে নেবে, আমরাও তা মেনে নেব।
নাসরাল্লাহর বক্তব্যের বিষয়ে হামাসের এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি। ইরানের সমর্থনে মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট হলো প্রতিরোধ অক্ষ।
হিজবুল্লাহ প্রধান বলেছেন, উত্তর ইসরাইলে গত ৯ মাসের প্রায় প্রতিদিনের আক্রমণের লক্ষ্য ছিল শত্রুকে ভৌত, আর্থিক ও মানসিকভাবে ক্লান্ত করা। গোষ্ঠীটি এই লক্ষ্য অর্জন করতে পেরেছে বলে দাবি করেছেন তিনি।
আরো পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের বর্বর হামলায় নিহত ২৯
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন-ইসরাইল সীমান্তে নিয়মিত সংঘর্ষে লিপ্ত হচ্ছে হিজবুল্লাহ ও ইসরাইল। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে সংঘর্ষের মাত্রা আরো বেড়েছে। ইসরাইলি আক্রমণে ৩৩০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং ৯০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। অপরদিকে, ইসরাইলে ২১ জন সেনা ও ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।