×

আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক মহড়ায় অংশ নেবে রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম

প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক মহড়ায় অংশ নেবে রাশিয়া

ছবি: সংগৃহীত

   

চীন জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে প্রশান্ত মহাসাগরে একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে রাশিয়া। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার জানানো হয়েছে, এই মহড়ায় রাশিয়ার নৌবাহিনী ও বিমান বাহিনী অংশগ্রহণ করবে। 'নর্থ-জয়েন্ট ২০২৪' নামক এই মহড়া অনুষ্ঠিত হবে জাপান সাগর এবং ওখোটস্ক সাগরের আশপাশে।

এই মহড়ার মূল লক্ষ্য হলো চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা আরো শক্তিশালী করা এবং নিরাপত্তা হুমকি মোকাবিলায় তাদের সম্মিলিত সক্ষমতা বৃদ্ধি করা। এ মহড়ায় দুই দেশের নৌবাহিনী পঞ্চমবারের মতো যৌথ টহল দেবে। এছাড়া চীন মস্কোর আয়োজনে ‘ওশান-২০২৪’ কৌশলগত মহড়াতেও অংশ নেবে।

যদিও 'নর্থ-জয়েন্ট ২০২৪' মহড়ার সঠিক তারিখ এখনো প্রকাশ করা হয়নি, তবে চীনের এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন সম্প্রতি জাপান অভিযোগ করেছে, চীনের একটি সামরিক গুপ্তচর বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। বিমানটি পূর্ব চীন সাগরের ওপরে, নাগাসাকির কাছাকাছি এলাকায় জাপানের আকাশসীমায় প্রবেশ করেছিল বলে দাবি করা হয়েছে।

আরো পড়ুন: মণিপুরে ড্রোন-রকেট হামলার অস্ত্র এল কোথা থেকে?

এর আগে, জুলাই মাসে চীন ও রাশিয়া দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ঝানজিয়াংয়ের কাছে সমুদ্র এবং আকাশসীমায় যৌথ সামরিক মহড়া চালিয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই যৌথ মহড়াগুলো মূলত চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক অংশীদারিত্বের একটি নিদর্শন, যা ওই অঞ্চলে বাড়তে থাকা মার্কিন সামরিক উপস্থিতির প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App