×

আন্তর্জাতিক

হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১১:৪৬ এএম

হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

নিহত সেনা মাস্টার সার্জেন্ট অ্যাটায় আজুলে (২৫)। ছবি: সংগৃহীত

   

ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) ঘোষণা করেছে, লেবানন সীমান্তে হিজবুল্লাহর হামলায় তাদের এক রিজার্ভ সেনা নিহত হয়েছে। নিহত সেনার নাম মাস্টার সার্জেন্ট অ্যাটায় আজুলে (২৫)। এ ঘটনায় আরও দুই ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে। টাইমস অব ইসরায়েলের বরাতে এই তথ্য জানা গেছে।

রবিবার (৬ অক্টোবর) সকালে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শামোনা শহর এবং বেশ কিছু অবৈধ ইহুদি বসতিতে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালায়। আইডিএফ জানিয়েছে, আহত সেনাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

দ্য টাইমস অব ইসরায়েল এবং কেএএন টেলিভিশন চ্যানেলের রিপোর্ট অনুযায়ী, শনিবার রাতে লেবানন থেকে কিরিয়াত শামোনা অঞ্চলে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করা হয়। এ হামলায় ব্যাপকভাবে আগুন ধরে যায় এবং বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়। রবিবার সকালে হিজবুল্লাহ লেবাননের আল-মানারা শহর থেকে ইসরায়েলের ওপর ১৩৫টিরও বেশি রকেট নিক্ষেপ করে।

এছাড়া হিজবুল্লাহর আরেকটি অভিযানে ইসরায়েলি বেয়াজ বেলিদা ঘাঁটিতেও রকেট হামলা চালানো হয়। সেখানে কিছু হতাহতের খবর পাওয়া গেছে। হিজবুল্লাহর সাম্প্রতিক বিবৃতিতে জানানো হয়েছে, শামশুন নামে ইসরায়েলের আরেকটি সামরিক ঘাঁটিতে তারা রকেট হামলা চালিয়েছে, যার ফলে আরো হতাহতের ঘটনা ঘটে।

আরো পড়ুন: গাজা ও লেবাননে হামলা জোরদার করলো ইসরায়েল

এই হামলাগুলোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সীমান্তে সামরিক তৎপরতা আরও জোরদার হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ পরিস্থিতি নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App