×

আন্তর্জাতিক

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ পিএম

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক

তুরস্কে ভূমিকম্প। ছবি: সংগৃহীত

   

তুরস্কের পূর্বাঞ্চল আবারো শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে। দেশটির স্থানীয় সময় বুধবার সকালে ৬.১ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে রিখটার স্কেলে এর মাত্রা ৬.১ হিসেবে নথিভুক্ত করা হয়।

তুরস্কের জাতীয় দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) অবশ্য জানিয়েছে, ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৫.৯। এটি আঘাত হেনেছে মূলত পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে, যা ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি। ভূমিকম্পের তীব্রতায় ওই অঞ্চলের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। ভবনের ভেতরে থাকা লোকজন দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন, নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন।

আফাদ কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর জরুরি উদ্ধার ও ত্রাণ কর্মীরা সক্রিয় রয়েছেন, যদিও এখনো পর্যন্ত হতাহত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, ভূমিকম্পের পরপরই আফটারশকের আশঙ্কায় পুরো এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

এ ধরনের ভূমিকম্প তুরস্কে নতুন নয়। দেশটি পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। বিশেষ করে তুরস্কের পূর্বাঞ্চলীয় এলাকা প্রায়ই ভূমিকম্পের শিকার হয়, যেখানে দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষজনিত কারণে প্রায়শই ভূমিকম্প হয়। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কে একাধিক বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ২০২০ সালে ইজমির শহরে আঘাত হানা ভূমিকম্প, যেখানে বহু প্রাণহানি ও বড় ক্ষয়ক্ষতি হয়েছিল।

আরো পড়ুন: ইউরোপগামী সব ফ্লাইট বাতিল করল ইরান

ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি এড়াতে স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে। তুরস্ক সরকার এবং উদ্ধার কর্মীরা জরুরি পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতিতে রয়েছেন, যাতে যেকোনো দুর্ঘটনা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App