×

আন্তর্জাতিক

হামলা প্রতিহতের ঘোষণার মধ্যে ইরানে হামলার সমাপ্তি ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১১:২৬ এএম

হামলা প্রতিহতের ঘোষণার মধ্যে ইরানে হামলার সমাপ্তি ঘোষণা

ছবি: রয়টার্স

   

ইরানে ইসরায়েলের হামলার সমাপ্তি ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছেন ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি। তিনি বলেছেন, ইসরায়েলের ওপর ইরানের হামলার জবাব দেয়া ‘সম্পূর্ণ’ হয়েছে। আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছি। ইসরায়েল রাষ্ট্রের হুমকিগুলোকে ব্যর্থ করে দিয়েছি। 

শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। তিনি হুমকি দিয়ে আরো বলেন, ইরান যদি পাল্টা হামলা চালায়, তাহলে ইসরায়েল এর পাল্টা জবাব দিতে বাধ্য হবে। 

এদিকে ইরান জানিয়েছে, তারা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। ইসরায়েলের ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে। 

ভিডিও বিবৃতিতে আইডিএফ মুখপাত্র বলেন, ‘আমি এখন নিশ্চিত করতে পারি যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা পাল্টা প্রতিশোধমূলক হামলা শেষ করেছি। হামলার লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।’  

ইরানের রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা বাহিনী ‘তেহরানের আশেপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে’। ইরানের এমন ঘোষণার মধ্যেই হামলা ‘শেষ’ হওয়ার ঘোষণা দিল ইসরায়েল।

আরো পড়ুন: ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান।

ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইল যদি ইরানে হামলা চালায়, তাহলে পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে বলেছিল তেহরান। এবার আইডিএফ বলছে, ইসরাইল পুনরায় আক্রান্ত হলে জবাব দিতে বাধ্য থাকবে তেল আবিব।

‘ইরানের শাসকগোষ্ঠী যদি একটি নতুন করে হামলার ভুল সিদ্ধান্ত নেয়, আমরা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব’।

ইসরায়েলি এই শীর্ষকর্তা আরো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমাদের বার্তা স্পষ্ট। যারা ইসরায়েল রাষ্ট্রকে হুমকি দেয় এবং এই অঞ্চলটিকে আরো বৃহত্তর উত্তেজনার দিকে টেনে আনতে চায়। তাদের জন্য একটি ভারি মূল্য দিতে হবে। আমরা আজ প্রমাণ করেছি যে, আমাদের ক্ষমতা এবং সিদ্ধান্তমূলকভাবে কাজ করার সংকল্প উভয়ই রয়েছে। আমরা অপরাধ দমন এবং প্রতিরক্ষা সুরক্ষায় ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েলের জনগণকে রক্ষা করার জন্য প্রস্তুত’।

এর আগে শুক্রবার রাতে আইডিএফ ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় সামরিক স্থাপনায় হামলা চালায়। আইডিএফ জানিয়েছে, আমাদের বিমানগুলো নিরাপদে বাড়ি ফিরেছে। ভোরে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী তেহরানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ঝড়-বৃষ্টির মাঝে তাপমাত্রা বৃদ্ধির আভাস

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

ভারতে ভবনে আগুন, শিশুসহ ১৭ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App