×

আন্তর্জাতিক

তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি, আতঙ্কে পর্যটকরা, তড়িঘড়ি তল্লাশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পিএম

তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি, আতঙ্কে পর্যটকরা, তড়িঘড়ি তল্লাশি

ছবি: সংগৃহীত

   

তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হলো। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজ্যের পর্যটন দফতরে ই-মেইলে হুমকিবার্তা আসতেই হুলস্থুল পড়ে যায়। তড়িঘড়ি তাজমহল থেকে পর্যটকদের সরিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, তাজমহলে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি ভুয়া ই-মেইল ছিল।

তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি সৈয়দ আরিব আহমেদ বলেন, পর্যটন দফতরে ই-মেইলে হুমকি বার্তা এসেছে। তার ভিত্তিতে তাজগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। হুমকি বার্তা আসার পরই তাজমহলে পৌঁছায় বোম্ব স্কোয়াড, দমকল ও পুলিশ বাহিনী। ডগ স্কোয়াডকেও খবর দেয়া হয়। পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে তাজমহলে তল্লাশি চালানো হয়।

এসিপি জানিয়েছেন, ই-মেইলে যে হুমকি বার্তা পাঠানো হয়েছে, সেই অনুযায়ী কোনও সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। কোথা থেকে এই ই-মেইল এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। রাজ্যের পর্যটন দফতরের সহকর্মকর্তা দীপ্তি বৎস জানিয়েছেন, হুমকি বার্তা পাওয়ার পরই আগরা পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপরই তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

দেশের বহু রাজ্যে গত কয়েক মাস ধরে কখনও স্কুলে, কখনও কলেজ- এমনকি হোটেলেও হুমকি বার্তা পাঠানোর ঘটনা ঘটেছে। বিভিন্ন বিমান সংস্থায় হুমকি বার্তা পাঠানো হয়েছে বারবার। এবার সেই তালিকায় যুক্ত হলো তাজমহল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App