×

আইন-বিচার

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা : রায়ের রিভিউ শুনানির নতুন তারিখ নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৩:২৪ পিএম

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা : রায়ের রিভিউ শুনানির নতুন তারিখ নির্ধারণ

সুপ্রিম কোর্ট। ছবি : সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, সুশাসনের জন্য নাগরিক (সুজন)সহ আরো কয়েকটি রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তির করা আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি শেষ হয়েছে। এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বুধবার (২৭ আগস্ট)।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২১ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় রিভিউর জন্য আজকের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ।

২০১১ সালের ১০ মে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেন। ওই রায়ের পুনর্বিবেচনার জন্য গত বছরের অক্টোবরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেদন করেন। একই সঙ্গে জামায়াতে ইসলাম, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি আলাদা আবেদন করেন।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংযোজন করে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয় ১৯৯৬ সালে। এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিমউল্লাহসহ কয়েকজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বৈধ ঘোষণা করে রায় দেন।

আরো পড়ুন : হাইকোর্টে শপথ নিলেন ২৫ নবনিযুক্ত বিচারপতি

পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। এর ধারাবাহিকতায় সংসদে ২০১১ সালের ৩০ জুন পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যা গেজেট আকারে প্রকাশিত হয় ৩ জুলাই।

পরবর্তীতে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান নামের পাঁচ বিশিষ্ট ব্যক্তি পুনর্বিবেচনার আবেদন করেন।

অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৬ অক্টোবর এবং জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৩ অক্টোবর পৃথক রিভিউ আবেদন করেন।

এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও গত বছর আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেইমার-ভিনিসিয়াসকে বাদ দিয়ে ব্রাজিল দল ঘোষণা

নেইমার-ভিনিসিয়াসকে বাদ দিয়ে ব্রাজিল দল ঘোষণা

শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ২৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ২৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

সেবা এক্সওয়াইজেড'র সেবায় ১০% ছাড় পাবেন রবি এলিট গ্রাহকেরা

সেবা এক্সওয়াইজেড'র সেবায় ১০% ছাড় পাবেন রবি এলিট গ্রাহকেরা

পিআর পদ্ধতি জনগণের কাছে অগ্রহণযোগ্য, নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত হবে

আমিনুল হক পিআর পদ্ধতি জনগণের কাছে অগ্রহণযোগ্য, নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App