×

মধ্যপ্রাচ্য

পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী, বললেন— সহায়তায় প্রস্তুত আছি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম

পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী, বললেন— সহায়তায় প্রস্তুত আছি

ছবি : সংগৃহীত

   

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর, বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে শহরটি ছেড়ে যান আসাদ। যদিও প্রেসিডেন্ট আসাদ দেশ ছাড়লেও সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি দামেস্কে তার বাড়িতেই অবস্থান করছেন এবং পালিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন।

এছাড়া, তিনি বিরোধীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) আল জাজিরার লাইভ আপডেটে সিরীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বলেছেন, তিনি তার বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন না এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কার্যকর থাকতে পারে এবং কাজ চালিয়ে যেতে পারে, সেটি তিনি নিশ্চিত করতে চান। 

প্রধানমন্ত্রী আল-জালালি আরও বলেন, “আমি সকলকে যুক্তিযুক্তভাবে চিন্তা করার এবং দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানাচ্ছি। আমরা বিরোধীদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিয়েছি যারা তাদের হাত (আমাদের দিকে) বাড়িয়েছে এবং দৃঢ়ভাবে বলেছি— তারা এই দেশের কারও ক্ষতি করবে না।” তিনি জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বানও জানান।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অতীতে সরকার পতনের সাথে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ২০০৩ সালে যখন আমেরিকান বাহিনী আক্রমণ করে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন ঘটায়, তখন দেশটিতে ব্যাপক অরাজকতা সৃষ্টি হয়েছিল এবং রাষ্ট্রীয় সংস্থার পাশাপাশি বহু সরকারি স্থাপনা থেকে লুটতরাজের ঘটনা ঘটেছিল।

এখন সিরিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে প্রধানমন্ত্রী আল-জালালি যে শান্তির প্রস্তাব দিয়েছেন, তা দেশটির ভবিষ্যত নিয়ে নতুন প্রশ্ন তুলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App