×

মধ্যপ্রাচ্য

গাজায় নিহত আরো ৬৯, মোট প্রাণহানি ৬১ হাজার ছাড়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১০:২৮ এএম

গাজায় নিহত আরো ৬৯, মোট প্রাণহানি ৬১ হাজার ছাড়াল

গাজায় মোট প্রাণহানি ৬১ হাজার ছাড়াল। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর টানা হামলায় একদিনে আরো ৬৯ জন নিহত এবং ৩৬২ জন আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৪৯৯ জনে। আহত হয়েছেন আরো ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন ফিলিস্তিনি।

তবে এই পরিসংখ্যানে কেবল হাসপাতালে পৌঁছানো নিহত ও আহতদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং অব্যাহত বোমাবর্ষণের কারণে ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকা বহু মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। ফলে প্রকৃত সংখ্যা আরো বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন : ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

গাজায় সামরিক হামলার পাশাপাশি খাদ্য ও ত্রাণ সরবরাহও কঠোরভাবে সীমিত করেছে ইসরায়েল। এতে গাজায় ভয়াবহ খাদ্যসংকট ও দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অভিযানের শুরু থেকে অপুষ্টি ও খাদ্যাভাবের কারণে মারা গেছেন ২২২ জন, যার মধ্যে ১০১ জন শিশু। কেবল সোমবারই খাদ্যাভাবজনিত কারণে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

এছাড়া, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ১ হাজার ৭৭২ জন ফিলিস্তিনি। অপুষ্টি ও খাদ্য নিতে গিয়ে নিহতদেরও মোট প্রাণহানির পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালায়, যাতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এর জবাবে একই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রায় ১৫ মাসের টানা হামলার পর গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করলেও, মাত্র দুই মাসের মধ্যে ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু হয়।

দ্বিতীয় দফায় গত প্রায় পাঁচ মাসে গাজায় আরো ৯ হাজার ৯৮৯ জন নিহত এবং প্রায় ৪১ হাজার ৫৩৫ জন আহত হয়েছেন। বর্তমানে জিম্মি থাকা ২৫১ জনের মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত বলে ধারণা করছে আইডিএফ। সামরিক অভিযান চালিয়ে তাদের উদ্ধারের ঘোষণা দিয়েছে তারা।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল একাধিকবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। এমনকি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ দুর্বল করা এবং সব জিম্মিকে মুক্ত করা না হওয়া পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবশেষে বিয়ে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো

অবশেষে বিয়ে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো

সারজিসের বিরুদ্ধে মামলার আবেদন বিএনপি নেতার

সারজিসের বিরুদ্ধে মামলার আবেদন বিএনপি নেতার

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ বিক্রির উদ্যোগ

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ বিক্রির উদ্যোগ

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, সারাদেশে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, সারাদেশে বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App