×

অন্যান্য

‘আইএলএ’ এর তালিকায় বাংলাদেশি জহিরুল ইসলাম

Icon

কাগ

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম

‘আইএলএ’ এর তালিকায় বাংলাদেশি জহিরুল ইসলাম

‘আইএলএ’ এর তালিকায় বাংলাদেশি জহিরুল ইসলাম

   

ইন্টারন্যাশনাল লিটারেসি অ্যাসোসিয়েশন (আইএলএ) সম্প্রতি ২০২৫ সালের গ্লোবাল ৩০ আন্ডার ৩০ তালিকা প্রকাশ করেছে, যেখানে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলামকে এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করা হয়েছে। এই পুরস্কারটি শিক্ষা ও সাক্ষরতার উন্নয়নে বৈপ্লবিক ভূমিকা রাখা নেতাদের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের নেতৃত্বে তিনি সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও জীবিকা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

আইএলএ ৩০ আন্ডার ৩০ প্রোগ্রাম এমন ব্যক্তিদের স্বীকৃতি দেয় যারা শিক্ষা ও সাক্ষরতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ১৩টি দেশের মধ্য থেকে প্রায় ৩০ জনের একটি তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকার সদস্যরা শিক্ষা খাতে বিশেষ পরিবর্তন আনতে কাজ করছেন এবং পিছিয়ে পরা জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।

মুহাম্মদ জহিরুল ইসলাম কর্তৃক পরিচালিত ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন (আইজিএফ) ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা শিক্ষা, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ মোকাবেলা এবং পরিবেশ রক্ষায় কাজ করছে।

প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে টেকসই আয়ের সুযোগ তৈরি করতে প্রশিক্ষণ ও সম্পদ দিচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি যুব উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগকালীন সময়ে সাড়াদান ইত্যাদি কর্মকাণ্ড করে থাকে।

আইজিএফ এবং এর প্রতিষ্ঠাতা ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ডায়ানা অ্যাওয়ার্ড, দ্য হিরো অ্যাওয়ার্ড, জাতিসংঘের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী গ্রুপ পুরস্কার এবং ভিএসও বেস্ট ভলান্টিয়ার গ্রুপ অ্যাওয়ার্ড। এই সম্মাননা শুধু সংগঠনের নয়, বরং বাংলাদেশের জন্যও একটি বড় অর্জন। আইএলএ-এর এই স্বীকৃতি আইজিএফ-এর কর্মসূচিগুলোর গুরুত্বকে আরও একধাপ এগিয়ে নেবে এবং ভবিষ্যতে নতুন উদ্যোগে অনুপ্রেরণা যোগাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App