শামীম ওসমানের মাথায় হাত রেখে দোয়া করলেন প্রধানমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ১২:৩৪ এএম

শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের মাথায় হাত রেখে দোয়া করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মাধ্যমেই তার মনের সব কষ্ট ও দাগ মুছে গেছে।
শামীম ওসমান দাবি করেন, একজন মা যেভাবে তার সন্তানকে দোয়া করেন ঠিক সেভাবেই প্রধানমন্ত্রী আমাকে দোয়া করেছেন। তার সেই দোয়ার পর আমার মনের সব কষ্ট ও দাগ দূর হয়ে গেছে।
দোয়ার আগে প্রধানমন্ত্রী সদ্য অনুষ্ঠিত সিটি নির্বাচনের কৃতিত্ব শামীম ওসমানকে দিয়ে বলেছেন, ‘অল থ্যাঙ্কস টু ইউ’।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটেছে বলে শামীম ওসমান নিজেই জানিয়েছেন। বিষয়টি শুরুতে কেউ না জানলেও সাংবাদিকদের অনুরোধে অবশেষে তিনি স্বীকার করেন।