×

জাতীয়

নতজানু পররাষ্ট্র নীতিতে দেশ গভীর সংকটে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৫ পিএম

নতজানু পররাষ্ট্র নীতিতে দেশ গভীর সংকটে

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

নতজানু পররাষ্ট্র নীতিতে দেশ গভীর সংকটে
   

সরকারের নতজানু পরারাষ্ট্র নীতির কারণে আজ গভীর সংকটে দেশ, এমন শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মহলের কাছে রোহিঙ্গা ইস্যুটি ঠিকমতো তুলতেই পারেননি। অগণতান্ত্রিক সরকারের নতজানু ও দুর্বল কূটনীতির কারণে দেশ আজ সংকটে। এ সময় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে মিয়ানমারের ঔদ্ধত্য প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি মিয়ানমার সশস্ত্র বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে গোলা নিক্ষেপের মাধ্যমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় এক গভীর আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বর্তমান অগণতান্ত্রিক সরকারের নতজানু ও দুর্বল কূটনীতির সুযোগে সীমান্তে মিয়ানমার সশস্ত্র বাহিনীর বেপয়োয়া তৎপরতা ও সর্বশেষ বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার কাছাকাছি নিক্ষিপ্ত মর্টার শেলের আঘাত আমরা লক্ষ্য করেছি।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশ সীমান্তে মর্টার শেল ছোড়ার এক সপ্তাহের মাথায় গত ৩ সেপ্টেম্বর মিয়ানমার বাহিনী বারবার আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে গোলা নিক্ষেপ করে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখার কাছাকাছি, দেশ ভূখণ্ডের ১২০ মিটারের ভেতরে গোলা বিস্ফোরিত হয় যা সরাসরি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

তিনি বলেন, এমনিতেই ১২ লাখ রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশ মহাসংকটে রয়েছে। তার ওপর এখন নতুন করে সীমান্ত সমস্যা সৃষ্টি করছে মিয়ানমার বাহিনী। এই দিকে বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধ হয়নি। এমনকি প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়েও সীমান্তে হত্যা সংঘটিত হয়েছে। এটা সম্ভব হয়েছে বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী শাসকদের নতজানু পররাষ্ট্রনীতির ফলে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ আর কতো প্রটেস্ট রুট দেবে। এসব ঘটনায় মিয়ানমার বারবারই বলছে ভুলবসত। এটা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এমন পরিস্থিতিতে বিএনপির পারমর্শ কি জানতে চাইলে তিনি বলেন, জনগণের ম্যান্ডেড ছাড়া সরকার দেশ চালাচ্ছে এটা বুঝতে পেরেই মিয়ানমার বারবার হামলা করার পাঁয়তারা করছে। এই মুহূর্তে সরকারের উচিত হবে আন্তর্জাতিক মহলের সামনে কোমর সোজা করে দাঁড়ানো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App